
২০২৪ সালের ২১ মার্চ- আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। জেলে গিয়েও মুখ্যমন্ত্রীত্ব ছাড়েননি কেজরীবাল। সেখান থেকে ৬ মাস রাজ্য পরিচালন করেছেন। কেজরীবাল জেল থেকে সরকার চালাতে পারলেও আগামিদিনে এমনভাবে কেউ সরকার চালাতে পারবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন? দাগী মন্ত্রীদের পদ থেকে সরাতে কঠোর আইন আনতে চাইছে কেন্দ্র। কোনও মন্ত্রী গ্রেফতার হলে বা আটক হয়ে যদি ৩০ দিন হেফাজতে থাকেন, তবে ৩১ তম দিনে তাঁকে মন্ত্রীপদ ছাড়তে হবে। ছাড় পাবেন না প্রধানমন্ত্রী থেকে যেকোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রী। কেন্দ্রের প্রস্তাবিত এই বিল নিয়েই সরব বিরোধীরা। তাদের দাবি, এই বিলের মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের মন্ত্রীত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কী এই বিল, কেনই বা বিরোধীদের এত আপত্তি, সরকারই বা কী বলছে? ২০ অগস্ট লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেন ১৩০...