
“ভাইও অউর বেহনো রাষ্ট্রপতিজি নে আপদকাল কা ঘোষণা কি হ্যায়” এই একটা ঘোষণায় স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ৫০ বছর পরে আজকের দিনটিকে পালন করা হচ্ছে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে। গত বছর, ২০২৪ সালেই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালন করেছে বিজেপি। অন্যদিকে রাজ্য সরকার এই দিনকে কালো দিন হিসাবে মানতে নারাজ। সত্যিই কি সংবিধান হত্যা করা হয়েছিল ২৫ জুন? সালটা ১৯৭৫। দেশের প্রধানমন্ত্রীর পদে তখন ইন্দিরা গান্ধী। তাঁর পরামর্শেই ঘড়ির কাটা ১২টা ছোঁয়ার আগে তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ ঘোষণা করেন যে দেশে...