২০২৯ সালে ভারতের প্রধানমন্ত্রী কে হবেন? গুগলকে এই প্রশ্ন করুন, উত্তর পাবেন না। কিন্তু এই প্রশ্নই গ্রক-কে করুন, সে উত্তর দিয়ে দেবে। চ্যাটজিপিটি-র কাছে প্রশ্ন করলে, তার উত্তর মেলে শালীন ভাষায়। যদি আপত্তিজনক কিছু প্রশ্ন হয়, তবে ‘সরি’ বলে মাফ চেয়ে নেয় এআই চ্যাটবট (AI Chatbot)। সেখানেই বিন্দাস গ্রক। তার মুখের ভাষা পাড়ার ঠেকের মতো। যেমন আপনার প্রশ্ন, তেমনই উত্তর পাবেন গ্রকে। গুগল সার্চের আর দরকার নেই, মনে যা প্রশ্ন আসবে, তা-ই ‘গ্রক’ (Grok) করুক। এক্স হ্যান্ডেল জুড়ে ট্রেন্ডিং ‘গ্রক’। ভারতীয়রাও মজা নিচ্ছেন গ্রক-র। তবে চিন্তায় কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যেই সামাজিক মাধ্যম এক্সের সঙ্গে যোগাযোগ করেছে। এত হইচই গ্রক-কে নিয়ে, কিন্তু অনেকের কাছে এটাই স্পষ্ট নয় যে গ্রক কী, এটা খায় না মাথায় দেয়! কেনই বা সরকারের মাথাব্য়থা হচ্ছে এই গ্রক-কে নিয়ে? GROK কী? সম্প্রতিই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক এক্স (টুইটারের নতুন নাম) ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছিলেন গ্রক ব্যবহার করার। এটি আসলে হল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট, যার কাছে সব...