Explained on US Tariff & India’s Benefit: আমেরিকা-চিনের ‘যুদ্ধে’ এভাবেই লাভের গুড় খাবে ভারত?

Explained on US Tariff: আমেরিকার বড় বড় সংস্থাও চিন থেকে পণ্য কেনাকাটি কমিয়ে ফেলছে বা বন্ধ করে দিচ্ছে। এই যেমন আমেরিকা শুল্ক চাপানোর ঘোষণা করতেই অ্যাপেল জরুরি ভিত্তিতে বিমান ভাড়া করে ভারত ও চিন থেকে লাখ লাখ মোবাইল আমেরিকায় নিয়ে যায়।

Explained on US Tariff & Indias Benefit: আমেরিকা-চিনের যুদ্ধে এভাবেই লাভের গুড় খাবে ভারত?
আমেরিকার শুল্কে আখেড়ে লাভ ভারতেরই?Image Credit source: TV9 বাংলা

|

Apr 10, 2025 | 3:43 PM

কথায় আছে, ‘কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ’। আপাতত সর্বনাশই হচ্ছে সব দেশের। ট্যারিফের খাঁড়া নেমে এসেছে সকলের ঘাড়ে। তবে সবথেকে বেশি চাপ মনে হয় চিনের। আমেরিকার দু চোখের বিষ হয়ে উঠেছে চিন। আর হবে নাই বা কেন, যেখানে ট্যারিফের ভয়ে বাকি দেশ সুর নরম করছে, সেখানেই ট্রাম্পের চোখ রাঙানির জবাবে পাল্টা রক্তচক্ষু দেখাচ্ছেন জিনপিং-ও। আর এই সব কিছুর মাঝেই লাভের গুড় খাচ্ছে ভারত। ভাবছেন কীভাবে? দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমেরিকাকে শোষণ করা হচ্ছে”। বহু দেশ মাত্রাতিরিক্ত ট্যারিফ বা আমদানি শুল্ক নেয় আমেরিকার কাছ থেকে। আমেরিকা সেই তুলনায় অনেক কম শুল্ক নেয়। এবার আমেরিকাও ছেড়ে কথা বলবে না। সবার উপরে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ বসাবেন। বেশি শুল্ক নেওয়ার তালিকায় প্রথমেই ভারত, চিনের নাম রয়েছে। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন