Explained on Waqf Amendment Bill: রাইটার্স বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি! সংশোধনী আইন পাশ হলে কী বদলে যাবে চিত্রটা?

Waqf Bill: বর্তমানে ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে প্রায় ৯ লক্ষ ৫৪ হাজার একর জমি। সাড়ে ৮ লক্ষের বেশি বাড়ি-ঘরও রয়েছে। সব মিলিয়ে কম করেও দেড় লক্ষ কোটি টাকার সম্পদ। কিন্তু এর উপরে নেই কেন্দ্র বা রাজ্য সরকারের  নিয়ন্ত্রণ। সবটাই 'ওয়াকফ' বোর্ডের হাতে।

Explained on Waqf Amendment Bill: রাইটার্স বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি! সংশোধনী আইন পাশ হলে কী বদলে যাবে চিত্রটা?
ওয়াকফ বিল কি পাশ হবে সংসদে?Image Credit source: TV9 বাংলা

|

Apr 02, 2025 | 7:40 PM

আজ চর্চায় শুধু একটাই বিষয়, ওয়াকফ সংশোধনী আইন। সংশোধনী আইনের খসড়া তৈরি, যুগ্ম সংসদীয় কমিটিতে সেই বিল নিয়ে দীর্ঘ প্রায় ৮ মাস ধরে আলোচনা-পর্যালোচনার পর অবশেষে ২ এপ্রিল সংসদের লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল। ৮ ঘণ্টা বরাদ্দ করা হয়েছে ওয়াকফ বিল নিয়ে আলোচনা করার জন্য। একদিকে সরকার যেখানে যুক্তি দিচ্ছে কেন ওয়াকফ বিলে সংশোধনের প্রয়োজন ছিল, সেখানেই বিরোধীরা দাবি করেছে, এটা সরকারের চক্রান্ত। ওয়াকফ আইনে পরিবর্তন করে সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। কার দাবি ঠিক, কার দাবি ভুল, তার সিদ্ধান্ত হবে ভোটাভুটিতে। তবে ওয়াকফ বিল নিয়ে যেখানে এত চর্চা, সেখানে ওয়াকফ বিল পাশ হলে কী হতে পারে? ওয়াকফ সম্পত্তি কি সত্যি কেড়ে নেওয়া হবে মুসলিমদের কাছ থেকে? ওয়াকফ সম্পত্তি কী? ওয়াকফ নিয়ে আলোচনার আগে ওয়াকফ সম্পত্তি কী, তা বোঝা দরকার। হিন্দু আইনে যেমন দেবত্ব সম্পত্তি হয়, তেমনই...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন