S Jaishankar on China: জিনপিংয়ের না আসা নিয়ে ‘চুপ’ চিন, পড়শি দেশের প্রশংসাই করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

G20 Summit: জি-২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্টের অনুপস্থিতি নিয়েই প্রশ্ন ওঠে সবথেকে বেশি। এই প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, "কোন স্তর থেকে প্রতিনিধিত্ব করা হবে, এটা সেই দেশের নিজস্ব সিদ্ধান্ত। আমার মনে হয় না এই বিষয় নিয়ে অন্য কোনও অর্থ বের করা উচিত।"

S Jaishankar on China: জিনপিংয়ের না আসা নিয়ে চুপ চিন, পড়শি দেশের প্রশংসাই করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 10, 2023 | 7:06 AM

নয়া দিল্লি: জি-২০ সম্মেলনে ভারতকে সমঝে চলছে চিন (China)। পড়শি দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping)  জি-২০ সম্মেলনে (G-20 Summit)  যোগ দেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে জানানো হয় তিনি আসতে পারছেন না। তার বদলে সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন চিনা প্রিমিয়ার লি কোয়াং। চিন যতই দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন না কেন, ভারত বরাবরের মতোই বন্ধুত্ব ও সম্প্রীতির হাত বাড়িয়ে দিল চিনের দিকে। শনিবার, জি-২০ সম্মেলনের প্রথমদিনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) মুখে শোনা গেল চিনের প্রশংসা। বিদেশমন্ত্রী বললেন, একাধিক ক্ষেত্রে চিনের সমর্থন মিলেছে।

জি-২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্টের অনুপস্থিতি নিয়েই প্রশ্ন ওঠে সবথেকে বেশি। এই প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “কোন স্তর থেকে প্রতিনিধিত্ব করা হবে, এটা সেই দেশের নিজস্ব সিদ্ধান্ত। আমার মনে হয় না এই বিষয় নিয়ে অন্য কোনও অর্থ বের করা উচিত। গুরুত্বপূর্ণ বিষয় হল সেই দেশ কী অবস্থান গ্রহণ করেছে এবং বৈঠকের ফলাফলে পৌঁছতে সেই দেশের অবদান কতটা। আমি বলতে চাই, একাধিক বিষয়ে চিন অনেক সহযোগিতা করেছে।”

জি-২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসার কথা থাকলেও, চলতি সপ্তাহের শুরুতেই জানানো হয়, তিনি ভারতে আসবেন না। জিনপিংয়ের বদলে চিনা প্রিমিয়ার লি কোয়াং জি-২০ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। তবে কী কারণে হঠাৎ জিনপিংয়ের ভারতে আসার পরিকল্পনা বাতিল হল, তা নিয়ে চিনের তরফে কোনও বিবৃতি বা ব্যাখ্যা দেওয়া হয়নি। এরপরই জল্পনা শুরু হয়, ভারত-চিনের দীর্ঘদিনের বিরোধ এবং সম্প্রতিই চিনের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের দেশের অংশ বলে দাবি করাকে ঘিরে যে বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছিল, তার কারণেই ভারত সফর এড়িয়ে গেলেন শি জিনপিং।