Fact Check: শুধুই মিথ্যাচার! ভারত নিয়ে ভুয়ো পোস্ট করে ‘ফেঁসে গেল’ পাকিস্তান, প্রকাশ্যে সত্যি

India Pakistan Tensions: কিন্তু দিন পেরতেই PIB জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভাবে ভুয়ো ও মিথ্যা। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তারা লিখেছে, ভাটিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করে দেওয়ার খবর সম্পূর্ণ ভাবে মিথ্যা।

Fact Check: শুধুই মিথ্যাচার! ভারত নিয়ে ভুয়ো পোস্ট করে ফেঁসে গেল পাকিস্তান, প্রকাশ্যে সত্যি
পাকিস্তানের ভুয়ো চালImage Credit source: X

|

May 10, 2025 | 5:54 PM

নয়াদিল্লি: শুক্রবার ভাটিন্ডার কাছ থেকে একটি পাক মিসাইল উদ্ধার হতে, পড়শি দেশের সংবাদমাধ্যমগুলি খবর করতে শুরু করে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের বায়ুসেনা ঘাঁটি। সেদেশের একটি সংবাদমাধ্যম পিটিভি নিউজ নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায়, পাকিস্তান অপারেশন ওয়ালের মাধ্যমে ভারতের পঞ্জাব সীমান্তে অবস্থিত ভাটিন্ডা বিমানঘাঁটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি চালিয়েছে।

কিন্তু দিন পেরতেই PIB জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভাবে ভুয়ো ও মিথ্যা। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তারা লিখেছে, ভাটিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করে দেওয়ার খবর সম্পূর্ণ ভাবে মিথ্যা। এমন কোনও কিছু হয়নি। এমনকি, ভাটিন্ডা বিমানঘাঁটি আগের মতো সক্রিয় রয়েছে। কেউ, কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি।


উল্লেখ্য, গোটা যুদ্ধ আবহেই ভারতের বিরুদ্ধে একাধিক ভুয়ো খবরের জাল ছড়িয়েছে পাকিস্তান। যা নিয়ে আগেও সরব হয়েছে কেন্দ্র। দিন কতক ধরেই সংঘর্ষের আবহের সুযোগকে হাতিয়ার করে দেশের বিরুদ্ধে নানা ভুয়ো খবর ছড়িয়ে উত্তেজনার পারদ চড়াতে চাইছে পাক প্রশাসন, দাবি একাংশের। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক থেকে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি পাকিস্তানের ভুয়ো খবরের জট তুলে তুলে খণ্ডন করে। তিনি বলেন, ক্রমাগত ভারতের বিরুদ্ধে মিথ্যাচারের জাল তৈরি করছে তারা। এবার দিন পেরতেই পাকিস্তানের আরও একটি মিথ্যা জাল সকলের সামনে তুলে ধরল PIB।