মুম্বই: রান্নায় স্বাদ আনতে পেঁয়াজ-রসুন ব্যবহার করতেই হয়। অনেকেরই নিরামিষ খাবার মুখে রোচে না। এতদিন পেঁয়াজের দামের ঝাঁজেই চোখে জল আসছিল মধ্যবিত্তের। এবার রসুন কেনার আগেও সতর্ক হন। নাহলে খাবারের স্বাদ বাড়ার বদলে আপনার দাঁতই ভেঙে যাবে। আর পেটে গেলে তো হাসপাতালেও ছুটতে হতে পারে। ভাবছেন কেন? কারণ বাজার ছেয়ে গিয়েছে এক নতুন ধরনের রসুন। সিমেন্ট রসুন। কামড় দিলেই ভাঙবে দাঁত। কী হচ্ছে, জানুন বিস্তারে-
জানা গিয়েছে, বাজার ছেয়ে গিয়েছে নকল রসুনে। হুবহু আসল রসুনের মতো দেখতে হলেও, এই রসুন আদতে সিমেন্ট দিয়ে তৈরি। ক্রেতারা একটু সতর্ক না হলেই দোকানিরা থলিতে পুরে দিচ্ছেন নকল রসুন। এতে ওজনও বেড়ে যাচ্ছে। ফলে নায্য দাম দিয়েও কম রসুন পাচ্ছেন ক্রেতারা। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে নকল রসুন বিক্রির বিষয়টি উঠে এসেছে।
सीमेंट से बना लहसुन
A shocking case has come to light from Maharashtra’s Akola, where some hawkers are cheating people by selling fake garlic, which were found to be made of cement.pic.twitter.com/fL4WNzoYpx
— Kaushik Kanthecha (@Kaushikdd) August 18, 2024
মহারাষ্ট্রের আকোলা শহরের বাসিন্দা সুধাকর পাটিল বাজার থেকে রসুন কিনে এনেছিলেন। সবজি রান্নার সময় স্ত্রী রসুন কাটতে গিয়ে দেখেন যে কিছুতেই কোয়া আলাদা হচ্ছে না। এরপর ছুরি দিয়ে জোরে চাপ দিতেই তার একটি অংশ ভেঙে যায়। দেখা যায়, ভিতরটা পুরো সিমেন্ট। এরপরই তারা ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং বাকিদের এই সিমেন্ট রসুন কেনা থেকে সতর্ক করেন।
প্রসঙ্গত, এই মুহূর্তে রসুনের দাম আকাশছোঁয়া। রসুনের দাম প্রতি কেজি ২০০-২৫০ টাকা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)