
বেঙ্গালুরুর সাইক্লিস্ট অনিল কাদসুর। রোড ১০০ কিলোমিটার সাইকেল চালাতেন তিনি। দেশের সাইকেল আরোহীদের কাছে ‘গুরুদেব’ ছিলেন তিনি। অনিলের মৃত্যু হয়েছে সম্প্রতি। ৪৫ বছরের এই সাইক্লিস্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাইকেলপ্রেমীদের মধ্যে। ৪৫ বছরের এই সাইক্লিস্ট ফিটনেস নিয়েও ছিলেন দারুণ সচেতন। কিন্তু সাত সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল তাঁর।
সম্প্রতি এই অনিল কাদসুর একটি রেকর্ড গড়েছিলেন সাইকেল চালানো নিয়ে। ৪২ মাস তিনি রোজ ১০০ কিলোমিটার করে সাইকেল চালিয়েছেন। এই রেকর্ডে কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্টও করেছিলেন তিনি। কিন্তু এর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
২০২২ সালের অগস্ট মাস থেকে রোজ ১০০ কিলোমিটার সাইকেল চালানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন। তার পর থেকে এক টানা এই রুটিনে অভ্যস্ত হয়ে পড়েন। রোজ ১০০ কিলোমিটার সাইকেল চালানোর বিষয়ে ইটালিয়ান এক সাইক্লিস্টের রেকর্ডেও ভেঙেছেন। ইটালিয়ান ওই সাইক্লিস্ট ৬৪৩ বার রাইড করেছিলেন। অনিল করেছেন ১২৫০টি রাইড।