
নয়া দিল্লি: জাতীয় সড়কে যাতায়াত এবার আরও সুবিধা ও সাশ্রয়ী করল কেন্দ্র। ফাস্ট ট্যাগের বার্ষিক পাস এবার পাওয়া যাবে ৩ হাজার টাকায়। এক বছরের জন্য ভ্যালিড থাকবে এই পাস। আপ-ডাউন মিলিয়ে যাতায়াত করা যাবে ২০০ বার। ব্যক্তিগত গাড়ি বা ‘নন-কমার্শিয়াল ভেহিক্যাল’ -এর জন্য পাওয়া যাবে এই সুবিধা। ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকড়ির। টোল প্লাজার উপর থেকে লম্বা লাইনের চাপ কমাতেই নয়া এই উদ্যোগ। রাজমার্গ যাত্রা অ্যাপ, সড়ক পরিবহন মন্ত্রকের ওয়েবসাইট থেকে পাস কেনা যাবে। নিজের এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি জানিয়েছেন তিনি।
১৫ অগাস্ট থেকে এই প্ল্যান কার্যকরী হচ্ছে। এক বছর পর্যন্ত থাকবে মেয়াদ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৬০ কিলোমিটারের মধ্যে দূরত্বে একবারই টোল দিতে হবে। আর যাঁরা এই বার্ষিক প্ল্যান নিতে চাইবেন না, তাঁদের প্রতি ১০০ কিলোমিটারে ৫০ টাকা করে টোল দিতে হবে।
ফাস্ট ট্যাগ হল একটি ইলেক্ট্রনিক টোল কালেকশন সিস্টেম, যা রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন পেটিএম ও বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে ফাস্ট ট্যাগ আগের পদ্ধতিতেই রিচার্জ করা যাবে। ফাস্ট ট্যাগ সংক্রান্ত যেকোনও সমস্যা বা জিজ্ঞাসার জন্য,1033 হেল্পলাইন নম্বরে ফোন করা যেতে পারে।
গত ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ থেকে গাড়ির ফাস্ট ট্যাগের নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। টোল ট্যাক্সের দেওয়া ও হিসাবের সরলীকরণের তাগিদে এবং বেআইনি লেনদেন আটকাতে এই নতুন ব্যবস্থা বিশেষ ভাবে সাহায্য করবে বলে দাবি কেন্দ্রের।