Murder Case: মদ-গাঁজার নেশায় আসক্ত ছেলে, রাগের বশে গোটা পরিবার মিলে নিল ভয়ঙ্কর সিদ্ধান্ত…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 18, 2023 | 12:59 PM

Maharashtra: বুধবার এক ৩৫ বছর বয়সী যুবকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর যুবকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রশ্নের মুখে পড়েই মৃত যুবকের বাবা ছেলেকে খুন করার কথা স্বীকার করে নেন।

Murder Case: মদ-গাঁজার নেশায় আসক্ত ছেলে, রাগের বশে গোটা পরিবার মিলে নিল ভয়ঙ্কর সিদ্ধান্ত...
প্রতীকী ছবি

Follow Us

মুম্বই: কোনওমতে পড়াশোনা শেষ করেছে। চাকরি খোঁজা তো দূরস্থ, সারাদিন নেশা করেই সময় কেটে যায়। ছেলের এই অভ্যাসে বিরক্ত অভিভাবকরাও। বারংবার ছেলের নেশামুক্তির চেষ্টা করলেও, তাতে বিশেষ লাভ হয়নি। দুইদিন নেশা ছাড়লেও, পরের দিন থেকে আবার নতুন করে নেশা শুরু করে ছেলে। মদ, গাঁজার নেশা থেকে ছেলেকে মুক্ত করার অন্য় কোনও উপায় না পেয়ে চরম পদক্ষেপ করল পরিবারের সদস্যরা। ৩৫ বছরের যুবককে কুপিয়ে খুন করল তাঁর বাবা ও পরিবারের সদস্যরা। খুনের পর প্রমাণ লোপাট করলে ওই যুবকের দেহও পুড়িয়ে দেয় পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) জালনা জেলায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার এক ৩৫ বছর বয়সী যুবকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর যুবকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রশ্নের মুখে পড়েই মৃত যুবকের বাবা ছেলেকে খুন করার কথা স্বীকার করে নেন।

জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে মদ ও গাঁজার নেশায় আসক্ত ছিল ওই যুবক। পরিবারেরহ তরফে তাঁর নেশামুক্তির জন্য় একাধিক প্রচেষ্টা করেছিলেন। কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি। ছেলের এই নেশার আসক্তিতে বিরক্ত হয়ে গিয়েই ওই ব্যক্তি নিজের ছেলেকে মারধর করা শুরু করেন। তাঁর অপর ছেলে ও পরিবারের বাকি সদস্যরাও ওই যুবককে মারধর করেন। রাগের বশে ওই ব্য়ক্তি ধারাল বস্তু দিয়ে ছেলেকে কোপান। আঘাতে ওই যুবকের মৃত্য়ু হয়েছে, এই কথা বুঝতে পেরেই পরিবারের সদস্যরা প্রমাণ লোপাট করতে যুবকের দেহ পুড়িয়ে দেয়। পুলিশের তরফে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে।

Next Article