Crime Case: মেয়ে আর বেঁচে নেই, জেনেও এক মাস চুপ করে ছিলেন বাবা! কাণ্ড শুনে হতবাক মা
Crime Case: মহিলার স্বামী সঞ্জীবলাল জানান, এক মাস আগে তাঁর মেয়ে নিখোঁজ হয়েছিল। সুনীতা প্রশ্ন করেন, মেয়ে নিখোঁজ হলে থানায় অভিযোগ করেননি কেন? সঞ্জীবলাল এসবের কোনো সঠিক উত্তর দিতে পারেননি।
লখনউ: বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ ১৪ বছরের নাবালিকা। মাস খানের তার কোনও খোঁজই নেই। বাড়িতে ছিলেন না তাঁর মা। এক মাস পর বাড়ি ফিরে মেয়েকে না দেখতে পেয়ে ভয় পেয়ে যান তিনি। স্বামীকে জিজ্ঞেস করেন, তাঁর মেয়ে কোথায়। তিনি ঠিকমতো উত্তর দিতে না পারায় থানায় পৌঁছন ওই মহিলা। তিনি পুলিশকে জানান, তাঁর মেয়ে এক মাস ধরে নিখোঁজ। এর পিছনে তাঁর স্বামীর হাত রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে। মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভেঙে পড়েন। এরপর জানান তাঁর মেয়ের মৃত্যুর কথা তিনি জানতেন! শুনে সবাই হতবাক। ঘটনাটি মোহনলালগঞ্জের কোতোয়ালি এলাকার সোহানওয়া গ্রামে।
মহিলার স্বামী সঞ্জীবলাল জানান, এক মাস আগে তাঁর মেয়ে নিখোঁজ হয়েছিল। সুনীতা প্রশ্ন করেন, মেয়ে নিখোঁজ হলে থানায় অভিযোগ করেননি কেন? সঞ্জীবলাল এসবের কোনো সঠিক উত্তর দিতে পারেননি।
সুনীতার স্বামী পুলিশকে জানিয়েছেন, গত ৬ মে রাতে তাঁর মেয়ে কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন। তা শুনে বকাবকি করেন তিনি। এরপর সবাই খাওয়া দাওয়া করে রাতে ঘুমতে যায়। গভীর রাতে মেয়ে আত্মহত্যা করে বলে জানান ওই ব্যক্তি। পরেরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। দেখে সে ভয় পেয়ে যান। আস্তাবলে একটি গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হয় দেহ। এটা আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ গর্ত থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।