মুম্বই : বিয়ে নিয়ে এক আজব ঘটনা দেখা গেল মহারাষ্ট্রের বুলধানা জেলায়। বিয়ে হওয়ার কথা ছিল অন্য একজনের সঙ্গে। কিন্তু কনের বাবা বিয়ে দিয়ে দিলেন অন্য এক পরিচিতের সঙ্গে। কিন্তু বিয়ের ছাদনাতলায় হঠাৎ প্ল্যান পরিবর্তনের কারণটা কী? জানা গিয়েছে যথা সময়ে বিয়ের আসরে উপস্থিতই হননি স্বয়ং দুলহে রাজা। মদাসক্ত বর হয়ত ভুলেই গিয়েছিলেন যে তাঁর বিয়ে রয়েছে সেদিন।
২২ এপ্রিল বিয়ের অনুষ্ঠানের কথা ছিল। বুলধানা জেলার মালকাপুর পাংরা গ্রামেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতির কোনও ত্রুটি রাখা হয়নি। চার হাত এক করে দেওয়ার শুভ সময় ছিল বিকেল ৪ টে। সাজগোজ শেষ করে নিজের নতুন বরের অপেক্ষায় ছিলেন কনে। অনেক অপেক্ষা করার পরও বিয়ের আসরে এসে উপস্থিত হননি বর। মণ্ডপে রাত ৮ টা অবধি অপেক্ষা করে কনের বাড়ির লোকজন। জানা গিয়েছে, বর ও তাঁর বন্ধু-বান্ধবরা নাচতে ও মদ্যপান করছিলেন। কনের মা বলেন, “বর ও তাঁর বন্ধু-বান্ধবরা মদ্যপ অবস্থায় ছিল। তারা ৪ টের বদলে রাত ৮ টায় মণ্ডপে এসে পৌঁছায়। এখানে এসে তারা মারপিট শুরু করে। আমার মেয়ের বিয়ে আমারা এক পরিচিতের সঙ্গে দিয়েছি।”
মদ্য়প অবস্থায় বিয়ের আসরে উপস্থিত হওয়ার পরই তাঁর মুখের উপর কনের বাবা সরাসরি জানিয়ে দেন যে তাঁরা মেয়ের বিয়ে কোনও মদ্যপ ছেলের সঙ্গে দেবেন না। কিন্তু এদিকে যুবতী অনেক স্বপ্ন চোখে নিয়ে বিয়ের আসরে এসেছিলেন। যেহেতু সব প্রস্তুতি নেওয়াই ছিল সেখানে উপস্থিত এক পরিচিতের সঙ্গে আলোচনা করেন। তাঁর সঙ্গেই বিয়ে দেন নিজের মেয়ের। কনের বাবা বলেন, “বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। বরপক্ষ নাচে ব্যস্ত ছিল। বিয়ের সময় ছিল বিকাল ৪টায় কিন্তু তারা পৌঁছেন রাত ৮টায়। তাই, আমি আমার মেয়েকে আমার এক আত্মীয়ের সঙ্গে বিয়ে দিয়েছি।”
আরও পড়ুন : Vegetable Oil Price : ইন্দোশিয়া থেকে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা, দাম বাড়তে পারে ভোজ্য তেলের?