হাত ধরে দুজন, বাবা-ছেলে মাথা পেতে দিলেন রেললাইনে, উপর দিয়ে ছুটে গেল ট্রেন! শিউরে ওঠার মতো মর্মান্তিক ভিডিয়ো

Suicide: উল্টো দিকের লাইন দিয়ে আরেকটি লোকাল ট্রেন আসতে দেখেই তারা গিয়ে রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। আকস্মিক এই ঘটনা ঘটায়, ট্রেনের চালকও ব্রেক কষার সুযোগ পাননি। ট্রেনের নীচেই চাপা পড়ে মৃত্যু হয় ওই দুইজনের।

হাত ধরে দুজন, বাবা-ছেলে মাথা পেতে দিলেন রেললাইনে, উপর দিয়ে ছুটে গেল ট্রেন! শিউরে ওঠার মতো মর্মান্তিক ভিডিয়ো
রেললাইনে শুয়ে বাবা-ছেলে।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 10, 2024 | 6:43 AM

মুম্বই: জীবনের বোঝা বড় ভারী হয়ে গিয়েছিল। তাই বাবা-ছেলে মিলে নিয়ে ফেললেন চরম সিদ্ধান্ত। বাবা ও ছেলে মিলে হাত ধরে পৌঁছে গেলেন রেল স্টেশনে। দূর থেকে লোকাল ট্রেন আসতে দেখেই তারা শুয়ে পড়লেন রেললাইনে। ট্রেনের নীচে চাপা পড়েই মৃত্যু হল দুইজনের। ভয়ঙ্কর এই আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আত্মহত্যার মুহূর্তের ভিডিয়ো সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে। মুম্বই থেকে ৩২ কিলোমিটার দূরে ভয়ন্দর রেলস্টেশনে এক ব্যক্তি তাঁর বৃদ্ধ বাবাকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ে আত্মহত্যা করেন। মৃতদের নাম জয় মেহতা (৩৫) ও হরিশ মেহতা (৬০)। নালাসোপারায় বাড়ি ছিল তাঁদের। ঠিক কী কারণে তাঁরা আত্মহত্যা করলেন, তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টেশনে হেঁটে যাচ্ছেন বাবাও ছেলে। আত্মহত্যা করার আগের মুহূর্ত।

জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ৬ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর বাবা। লোকাল ট্রেন চলে যেতেই স্টেশনের শেষ প্রান্ত দিয়ে তাঁরা রেললাইনে নামেন।

হাত ধরে তাদের রেললাইন পার করতেও দেখা যায়। উল্টো দিকের লাইন দিয়ে আরেকটি লোকাল ট্রেন আসতে দেখেই তারা গিয়ে রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। আকস্মিক এই ঘটনা ঘটায়, ট্রেনের চালকও ব্রেক কষার সুযোগ পাননি। ট্রেনের নীচেই চাপা পড়ে মৃত্যু হয় ওই দুইজনের। পরে পুলিশ গিয়ে তাঁদের দেহ উদ্ধার করে।