
শহিদই বটে! গুটখার মতো ‘অষ্টমাশ্চর্য’ বস্তুটি প্রতিদিন প্রাণ কাড়ছে। কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে, ভয়াবহ ছবি দেখিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে গুটখা খাবেন না। আপনারও এই একই পরিণতি হতে পারে। এ সব জেনেও মৃত্যুর মুখে নিজেকে উৎসর্গ করছেন কিছু মানুষ। চিবোতে চিবোতে। অনেকে বলবেন, তা বলে শহিদ কেন? একে তো আত্মহত্যা বলা যায়। অর্থনীতিবিদরা বলছেন, গুটখা থেকে প্রায় ৬৪ শতাংশ ট্যাক্স পায় সরকার। সিগারেট থেকে ৫৩ শতাংশ, বিড়ি থেকে ১৬ শতাংশ ট্যাক্স নেওয়া হয়। বুঝতেই পারছেন, দেশকে লাভবান করে কীভাবে চিবোতে চিবোতে মৃত্যুবরণ করেন গুটখাম্যানরা। এই মুহূর্তে দেশে গুটখা মহামারী আকার ধারণ করেছে সন্দেহ নেই। কিন্তু কতটা, চলুন দেখা যাক। তাজমহলের মতো স্মৃতিসৌধ থেকে শুরু করে মিউজিয়াম বা ঝা চকচকে নতুন কোনও বিল্ডিং। সৌন্দর্য্য নষ্ট করেছে লাল লাল ছোপ। আপনা-আপনি নয়, গুটখাপ্রেমীদের দৌলতেই এই দুর্দশা। হাজারো নিষেধাজ্ঞা,...