তন্নিষ্ঠা ভাণ্ডারী
Oct 12, 2024 | 3:17 PM
পুজো মানেই আরতি। দুর্গা পুজোর একটি গুরুত্বপূর্ণ আচার হল এই আরতি। TV9-এর দুর্গা পুজোতেও আয়োজন করা হয়েছিল মহাআরতির। শুক্রবার অর্থাৎ মহানবমীর দিন একের পর সেই আরতির আয়োজন করা হয়।
শঙ্খ-ঘণ্টা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম। ওই প্রাঙ্গনেই গত বছরের মতো এবারও দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে। আরতিতে অংশ নিয়েছিলেন TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস।
উপস্থিত অনেকেই আরতিতে অংশ নেন। গত ৯ অক্টোবর থেকে যে উৎসবের সূচনা হয়েছে, নবমীর এই আরতি সেই উৎসবে আলাদা মাত্রা যোগ করেছে।
রবিবার অর্থাৎ ১৩ অক্টোবর পর্যন্ত চলবে সেই উৎসব। একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হয়েছে।