Apple Store Viral Video: চড়,কিল-ঘুষি কিছুই বাকি রইল না! IPhone 17 আগে হাতে পাবে কে? শোরুমের বাইরেই লেগে গেল মারপিট

IPhone 17 Launch in India: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। স্টোর খুলতেই কে আগে ঢুকবে, কে আগে নতুন আইফোন হাতে পাবে, তা নিয়ে হাতাহাতি বেঁধে যায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল শার্ট পরা এক ব্যক্তিকে টেনে বের করছেন নিরাপত্তারক্ষীরা, তিনি এলোপাথাড়ি হাত চালাচ্ছেন।

Apple Store Viral Video: চড়,কিল-ঘুষি কিছুই বাকি রইল না! IPhone 17 আগে হাতে পাবে কে? শোরুমের বাইরেই লেগে গেল মারপিট
অ্যাপেল স্টোরের বাইরে মারপিট।Image Credit source: PTI

|

Sep 19, 2025 | 12:32 PM

মুম্বই: এমন পাগলামোও সম্ভব! আইফোনের নতুন সিরিজ আসতেই, ভারতে সেই ফোন কেনার ধুম পড়ে গিয়েছে। আজ ভারতের বাজারে আসছে আইফোন ১৭ সিরিজ। অ্যাপেলের নতুন ফোন কিনতে লাইন পড়েছিল ভোর থেকেই, শোরুম খুলতেই শুরু হল মারপিট। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে আজ, শুক্রবার অ্য়াপেল স্টোরের বাইরে বাঁধল ধুন্ধুমার। আইফোন ১৭ কিনতে এসে হাতাহাতি, মারপিটে জড়িয়ে পড়লেন বেশ কয়েকজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

এ দিন সকালে মুম্বইয়ের বান্দ্রায় অ্যাপেল স্টোর খোলার আগেই লম্বা লাইন পড়েছিল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। স্টোর খুলতেই কে আগে ঢুকবে, কে আগে নতুন আইফোন হাতে পাবে, তা নিয়ে হাতাহাতি বেঁধে যায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল শার্ট পরা এক ব্যক্তিকে টেনে বের করছেন নিরাপত্তারক্ষীরা, তিনি এলোপাথাড়ি হাত চালাচ্ছেন।

নিরাপত্তারক্ষীদের লাঠিচার্জও করতে দেখা যায়। ভিড় থেকে একের পর এক ব্যক্তিকে টেনে বের করে আনা হয়, যারা অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিলেন। বাকি যারা আইফোন ১৭ কিনতে এসেছিলেন, তারা অবাক হয়ে তাকিয়ে থাকেন। অনেকেই অ্যাপেল স্টোরের নিরাপত্তারক্ষীদের দুষেছেন এই বিশৃঙ্খলার জন্য।

আজ থেকে ভারতে আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু হচ্ছে। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স পাওয়া যাবে।

মুম্বই ও দিল্লিতে আইফোনের ফ্ল্যাগশিপ স্টোরে দীর্ঘ লাইন পড়েছে। রাত থেকেই অনেকে অপেক্ষা করছিলেন। আহমেদাবাদের বাসিন্দা মোহন যাদব গতকালই মুম্বই এসে পৌঁছেছেন শুধুমাত্র আইফোন ১৭ কেনার জন্য। ভোর ৫টা থেকে তিনি দোকানের বাইরে লাইন দিয়েছেন, তাতেও অনেকের পরে তাঁকে অপেক্ষা করতে হচ্ছিল। দিল্লি, মুম্বইয়ের মতো একই অবস্থা বেঙ্গালুরুতেও।