AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শুধুই প্রচারের আলো পাওয়ার চেষ্টা’, হাইকোর্টে খারিজ জুহির ৫জি মামলা

মামলা খারিজ করে দেওয়ার পাশাপাশি আবেদনকারীদের ওপর ২০ লক্ষের জরিমানা চাপাল দিল্লি হাইকোর্ট (Delh High Court)

'শুধুই প্রচারের আলো পাওয়ার চেষ্টা', হাইকোর্টে খারিজ জুহির ৫জি মামলা
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jun 04, 2021 | 6:01 PM
Share

নয়া দিল্লি: ৫জি (5G) ইন্টারনেট মানব জাতির ওপর খারাপ প্রভাব ফেলছে, প্রভাব ফেলছে পরিবেশেও। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এই অভিযোগ তুলেই মামলা করেছিলেন অভিনেত্রী জুহি চাওলা(Juhi Chawla)-সহ তিন আবেদনকারী। আজ, শুক্রবার সেই মামলাই খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে। বিচারপতিরা বলেন, ‘এই মামলা শুধুই প্রচারের আলো পাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই মামলার আবেদনকারীদের ২০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথাও বলা হয়েছে। তিন আবেদনকারীকে সেই টাকা দিতে হবে দিল্লির লিগ্যাল সেল অথরিটিকে।

মামলার শুনানিতে ক্ষুব্ধ বিচারপতিরা বলেন, আবেদনে কোনও যুক্তিই নেই জুহি চাওলা সোশ্যাল মিডিয়ায় শুনানির লিংক প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তাঁরা। এই মামলা তাই প্রচারের আলো পাওয়ার চেষ্টা বলেই মন্তব্য আদালতের। বিচারপতি বলেন, ‘আবেদনকারীদের বিষয়টাতে কোনও অভিজ্ঞতা বা জ্ঞানই নেই। এতে আমি অবাক।’

আরও পড়ুন: সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের রেপো ও রিভার্স রেপো রেট অপরিবর্তিতই রাখল আরবিআই

এর আগেও শুনানিতে প্রশ্ন মুখে পড়তে হয় অভিনেত্রীকে। দিল্লির উচ্চ আদালত জুহির আইনজীবীকে প্রশ্ন করা হয়, অধিকার প্রসঙ্গে আগে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে হত। সেই আবেদন না মানা হলে তারপর মামলা করা উচিৎ ছিল। কেন্দ্রের কাছে এই বিষয়টি নিয়ে যাওয়া হয়েছিল কি না তা জানতে চাওয়া হয়। জবাবে জুহির আইনজীবী জানিয়ে দেন যে তাঁরা কেন্দ্রের কাছে এই সংক্রান্ত কোনও আবেদন জানাননি। গত ৩১ মে দিল্লি আদালতে মামলা দায়ের করেন অভিনেত্রী জুহি চাওলা। জুহির অভিযোগ, রেডিয়েশনের কারণে সাধারণ মানুষ, পশু-পাখি ও গাছের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। জুহি চাওলা আবেদনে জানান, যদি ৫জি আনার পরিকল্পনা করা হয়, তাহলে এই পৃথিবীতে কোনও ব্যক্তি, কোনও পাখি, কোনও পোকামাকড়, কোনও গাছপালা আরএফ রেডিয়েশনের প্রভাব এড়াতে পারবে না।