
রায়পুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করার অভিযোগে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ছত্তীসগঢ়ে। রবিবার রায়পুরের মানা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেখানকার এক বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গোপাল সামন্ত নামে ওই ব্যক্তি নিজের অভিযোগপত্রে জানিয়েছেন, তৃণমূল সাংসদের মন্তব্য আপত্তিজনক ও অসাংবিধানিক।
গোপাল সামন্ত নামে ওই ব্যক্তি নিজের অভিযোগপত্রে আরও উল্লেখ করেছেন, ১৯৭১ সালে বহু বাংলাদেশি শরণার্থী মানা শিবির এলাকায় এসে আশ্রয় নেন। তৃণমূল সাংসদের মন্তব্যে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মহুয়ার মন্তব্যে ওই শরণার্থীদের নিয়ে অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, সীমান্তে অনুপ্রবেশ নিয়ে গত বৃহস্পতিবার (২৮ অগস্ট) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মহুয়া। অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি। এমনকি, কয়েকদিন আগে কলকাতায় এসে এই নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তারই জবাব দিতে দিয়ে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আর সেই আক্রমণ করতে গিয়ে তাঁর একটি মন্তব্য নিয়ে বিতর্ক বেধেছে।
ছত্তীসগঢ়ে এই FIR দায়েরের আগে বাংলাতেও মহুয়ার বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হয়েছে। মহুয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার। আবার বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীও টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।