Mumbai Fire: মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, মৃত ২

শনিবার সন্ধেয় আগুন লাগে মুম্বইয়ের বহুতলে।

Mumbai Fire: মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, মৃত ২
মুম্বইয়ের বহুতলে আগুন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 12:39 AM

মুম্বই: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন। কান্দিভালি ওয়েস্টের হানসা হেরিটেজ বিল্ডিং-এ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের সাতটি ইঞ্জিন।

শনিবার হানসা হেরিটেজ বিল্ডিং-এর ১৪ তলায় আগুন লেগে যায়। ১৫ তলার ভবনের ১৪ তলায় এ দিন আগুন লাগে রাত সাড়ে ৮ টা নাগাদ। মুম্বইয়ের মাথুরাস রোডে লিজ্জত পাপর সংস্থার ভবনের উল্টোদিকে অবস্থিত এই বহুতল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

আজ সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরের হাসপাতালে। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। প্রত্যেকেই হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ১০টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে হাসপাতালে আগুন লেগে যায়। টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে জানান, যেখানে আগুন লাগে সেই ওয়ার্ডটি কোভিড রোগীদের জন্য। ১৭ জন রোগী সেখানে ভর্তি ছিলেন বলেই খবর। সেখানেই ভ্রাতৃদ্বিতীয়ার দিন সকালে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ১০ জনই মারা গিয়েছেন। বাকিদের অন্য হাসপাতালের কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।

কী ভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে দমকলের ধারনা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ান খান মামলায় নয়া মোড়! সুনীল পাটিলকেই মূল চক্রী বলছে বিজেপি