Video: ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে জানালা থেকে ঝাঁপ কর্মীদের
Fire at bank: সন্ধ্যায় হঠাৎ করেই ওই ব্যাঙ্কের ভিতর বিধ্বংসী আগুন লেগে যায়। তারপর খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর চেষ্টা করে। তবে দমকল বাহিনী পৌঁছনোর আগেই প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন ওই ব্যাঙ্কের ভিতর কর্মী ও গ্রাহকেরা। বেরোনোর পথ না পেয়ে অনেকে জানালা থেকেই নীচে ঝাঁপ দেন।
লখনউ: ব্যাঙ্কের কাজের সময় তখনও শেষ হয়নি। কর্মী থেকে গ্রাহকদের অনেকেই তখনও ব্যাঙ্কের ভিতরে ছিলেন। হঠাৎ করেই কালো ধোঁয়ায় ভরে ওঠে বহুতলের উপর অবস্থিত ওই ব্যাঙ্কের ভিতরটা। তারপর দেখা যায়, বাইরে দাউদাউ করে জ্বলছে আগুন। পরিস্থিতি এমন যে, প্রাণ বাঁচাতে কর্মীরা ওই ব্যাঙ্কের (Bank) জানালা থেকেই নীচে ঝাঁপ দেন। সোমবার সন্ধ্যায় এমনই ঘটনার সাক্ষী হলেন লখনউয়ের (Lucknow) হজরতগঞ্জের একটি বেসরকারি ব্যাঙ্কের শাখার কর্মী ও গ্রাহকেরা। জানালা থেকে কর্মীদের ঝাঁপ দেওয়ার ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে এবং সেটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হজরতগঞ্জের একটি বহুতলের দোতলায় অবস্থিত বেসরকারি ব্যাঙ্কটি। এদিন সন্ধ্যায় হঠাৎ করেই ওই ব্যাঙ্কের ভিতর বিধ্বংসী আগুন লেগে যায়। তারপর খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর চেষ্টা করে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে।
তবে দমকল বাহিনী পৌঁছনোর আগেই প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন ওই ব্যাঙ্কের ভিতর কর্মী ও গ্রাহকেরা। বেরোনোর পথ না পেয়ে অনেকে জানালা থেকেই নীচে ঝাঁপ দেন। সেই ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর দমকল বাহিনী ওই জানালা দিয়েই কর্মীদের উদ্ধার করার কাজ শুরু করে। দমকল বাহিনীর সহায়তায় কোনওক্রমে প্রাণে বেঁচে যাওয়া ব্যাঙ্কের এক কর্মী ঘটনার বিবরণ দিয়ে বলেন, “ব্যাঙ্কে যখন আগুন লাগে, তখন ভিতরে ৪০ জন ছিলেন। আমরা জানালা ভেঙে বিল্ডিংয়ের কার্নিসে বেরিয়ে আসি। তারপর দমকলকর্মী আমাদের উদ্ধার করে।” এসি মেশিন থেকেই আগুন লেগেছে বলে তিনি জানিয়েছেন।
A fire broke out at a branch of Canara bank in #Lucknow‘s #Hazratganj on Monday evening .The fire was soon extinguished as brigades quickly arrived at the spot. pic.twitter.com/CKfcstT2VU
— Naila Kidwai (@naila_kidwai) November 20, 2023
এদিকে, ঘিঞ্জি এলাকায় বহুতলের উপর ব্যাঙ্কের শাখাটি অবস্থিত ছিল। ফলে সেখান থেকে গোটা বহুতলে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীও।