Fire at Congress Headquarter: দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে আগুন, দমকলের ২ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
Fire in Delhi: বুধবার সন্ধ্যায় দিল্লির ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দফতরে আগুন লাগে। আগুন লাগে সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মী প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নয়া দিল্লি : দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে আগুন (Fire)। বুধবার সন্ধ্যায় দিল্লির ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দফতরে আগুন লাগে। আগুন লাগে সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মী প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে খবর, কংগ্রেসের সদর দফতরে মহিলা কংগ্রেসের কার্যালয় থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান কিছু শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনায় কারও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় দলীয় কার্যকলের ছাদের দিক থেকে প্রথম আগুনের শিখা দেখতে পান আশেপাশের লোকেরা। সেই সঙ্গে ধোঁয়াও বেরোতে দেখা যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।
একজন দমকল আধিকারিক বলেছেন, “আমরা নয়া দিল্লিতে কংগ্রেসের অফিস থেকে সন্ধ্যা ৭ টা ১০ মিনিট নাগাদ একটি ফোন পেয়েছি। ছাদের দিক থেকে আগুন ছড়িয়েছে। আমরা দুটি ইঞ্জিন নিয়ে যাই দুর্ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনি। অনুমান করা হচ্ছে এসির কম্প্রেসারে শর্ট সার্কিট কিংবা ছাদের শুকনো পাতা থেকে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
Delhi | A fire that broke out at Congress’ office in New Delhi district around 7 pm today has been brought under control.
There was an electric fault in ACs due to which the fire occurred. It has been doused completely, said Prem Lal from Connaught Place Fire Station pic.twitter.com/Tt1SMirsRQ
— ANI (@ANI) April 6, 2022
তবে আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি। আগুন লাগার খবর পেয়ে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় দমকল। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আরও বড়সড় কোনও দুর্ঘটনা হওয়ার আশঙ্কা ছিল।