Solapur Fire: সোলাপুরে বাজি কারখানায় বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়ল আগুন, মৃত ৩

Solapur Fire: সোলাপুরে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সেখানে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে।

Solapur Fire: সোলাপুরে বাজি কারখানায় বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়ল আগুন, মৃত ৩
ছবি সৌজন্যে: ANI

| Edited By: অঙ্কিতা পাল

Jan 01, 2023 | 6:53 PM

সোলাপুর: বছরের শুরুতেই মহারাষ্ট্রে (Maharashtra) দুটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার মহারাষ্ট্রের সোলাপুরে (Solapur) একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। তারপরই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও একাধিক ব্যক্তি জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ৩ টে নাগাদ বরশি তালুকের শিরালাতে আগুন লাগে। এক আধিকারিক বলছেন, “এখানে একটি বাজি প্রস্তুতকারী কারখানায় বিকট বিস্ফোরণ হয়। তারপরই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।” আগুন লাগার পরই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এক পুলিশ আধিকারিক বলেন, “খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এবং উদ্ধারকাজ শুরু করেন তাঁরা।” এই অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর মিলেছে।

এদিকে আজই মহারাষ্ট্রের নাসিকে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। সেখানে একটি বয়লারে বিস্ফোরণ থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। আগুন লাগার পর সেখানে বেশ কয়েকজন কর্মী কারখানায় আটকে পড়েছিলেন। বেশ কয়েক ঘণ্টা সেখানে আগুন জ্বলছিল ধিক ধিক করে। সেইখানে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যুর খবর মিলেছিল। আর এই অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্রেই ফের অনুরূপ ঘটনা ঘটল।