Delhi PG Fire: দিল্লিতে ছাত্রীদের পেয়িং গেস্টে আগুন! আটকে পড়া ছাত্রীদের উদ্ধার করেছে দমকল

আগুন লাগতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বহুতলের সামনে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। আগুন লাগার পর বেষ কয়েক জন ছাত্রী তার ভিতরে আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।

Delhi PG Fire: দিল্লিতে ছাত্রীদের পেয়িং গেস্টে আগুন! আটকে পড়া ছাত্রীদের উদ্ধার করেছে দমকল
ছাত্রীদের পিজিতে আগুন।Image Credit source: Twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 27, 2023 | 10:12 PM

নয়াদিল্লি: দিল্লির মুখার্জি নগরে একটি পিজি (পেয়িং গেস্ট)-তে ভয়াবহ আগুন লাগল বুধবার সন্ধ্যায়। দিল্লির ওই বহুতলে মূলত ছাত্রীরা পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। বুধবার সন্ধ্যায় হঠাৎই সেখানে আগুন লাগে। দমকলের তরফে জানানো হয়েছে, পৌনে ৮টা নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর দেওয়া হয়। এর পরই সেখানে আসে দমকলের ১২টি ইঞ্জিন। এর পর আরও ৮টি ইঞ্জিন আসে সেখানে। দমকলের মোট ২০টি ইঞ্জিন মিলে মুখার্জি নগরের ওই বহুতলের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

আগুন লাগতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বহুতলের সামনে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। আগুন লাগার পর বেষ কয়েক জন ছাত্রী তার ভিতরে আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। দমকল সূত্রে জানা গিয়েছে, ওই পেয়িং গেস্টের ৩৫ জন আবাসিকই নিরাপদে রয়েছেন। তবে ৪-৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, সিঁড়ির কাছে থাকা মিটারবক্স থেকেই আগুন ছড়িয়ে পড়েছিল ওই বহুতলে। সেই আগুনই উপরের তলেও ছড়িয়ে পড়ে। কী ভাবে আগুন লেগেছিল, সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেমন ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তবে তিনতলা ওই বহুতলে যাওয়া আসার জন্য একটি মাত্র সিঁড়ি ছিল বলে জানিয়েছেন দমকলকর্মীরা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এই এলাকাটি মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে। এখানে ছাত্র-ছাত্রীদের থাকার জন্য প্রচুর পেয়িং গেস্ট, হস্টেল রয়েছে বলে জানা গিয়েছে।