Delhi AIIMS Fire: কালো ধোঁয়া চতুর্দিকে, সাতসকালেই দিল্লির এইমসে ভয়াবহ আগুন, আতঙ্কে রোগীরা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 04, 2024 | 10:11 AM

Fire Broke Out: বৃহস্পতিবার সকালেই আগুন লাগল নয়া দিল্লির এইমসে। হাসপাতালের টিচিং ব্লকে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের বেশ কিছু কামরায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

Delhi AIIMS Fire: কালো ধোঁয়া চতুর্দিকে, সাতসকালেই দিল্লির এইমসে ভয়াবহ আগুন, আতঙ্কে রোগীরা
পুড়ে গিয়েছে হাসপাতালের ভিতরের অংশ।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: বছরের শুরুতেই ভয়াবহ আগুন (Fire)। তাও আবার দেশের অন্যতম বড় ও নামকরা হাসপাতালে। বৃহস্পতিবার সকালেই আগুন লাগল নয়া দিল্লির এইমসে (Delhi AIIMS)। হাসপাতালের টিচিং ব্লকে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের বেশ কিছু কামরায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কয়েক ঘণ্টার চেষ্টার দমকলের (Fire Tenders) সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, এ দিন ভোরে দিল্লির এইমসের টিচিং বিভাগের দ্বিতীয় তলে আগুন লাগে। নিমেষেই সেই আগুন ভিতরে ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ের ভিতরে বেশ অনেকটা অংশে আগুন ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মীরা ঘর থেকে কালো ধোঁয়া দেখতে পেয়েই দরজা খোলেন। দেখতে পান, ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে। এরপরই দমকলে খবর দেওয়া হয়।

আগুন লাগার খবর পেয়েই কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, দিল্লির এইমসের টিচিং ব্লকে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও, হাসপাতালের প্রচুর আসবাবপত্র পুড়ে গিয়েছে। বহু গুরুত্বপূর্ণ রেকর্ড ও নথিও পুড়ে গিয়েছে।

Next Article