Fire in Humsafar Express Train: গলগল করে বেরচ্ছে ধোঁয়া, চলন্ত হামসফর এক্সপ্রেসে আগুন
Humsafar Express Fire: গুজরাটের ভালসাদে চলন্ত ট্রেনে ধরে গেল আগুন। ট্রেনের পাওয়ার কার থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করানো হয়। ট্রেনের যাত্রীদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়।
সুরাট: চলন্ত ট্রেনে লেগে গেল আগুন (Fire in Train)। শনিবার দুপুরে আগুন লাগে হামসফর এক্সপ্রেসে (Humsafar Express)। গুজরাটের ভালসাদের কাছে ট্রেনে হঠাৎ আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামিয়ে আনা হয়।
জানা গিয়েছে, শনিবার দুপুর ২টো নাগাদ হঠাৎ আগুন লেগে যায় হামসফর এক্সপ্রেসে। তিরুচিরাপল্লী থেকে শ্রীগঙ্গানগর যাচ্ছিল ট্রেনটি। গুজরাটের ভালসাদের কাছে আচমকা ট্রেনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গেই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে।
Fire broke out in train 22498 Tiruchchirappalli – Shri Ganganagar Humsafar Express near Valsad station #irctc #valsad #railway pic.twitter.com/CEsNJFkWm9
— Dhruv Raval (DM) 🇮🇳 (@DHRUV584) September 23, 2023
রেলের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ট্রেনের পাওয়ার কার বা জেনারেটর কোচেই প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের যাত্রীদের কামরায়। আগুন দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করানো হয়। ওই কামরার যাত্রীরা লাফিয়ে রেললাইনের ধারে ঝাঁপ দেন। পরে ট্রেনের বাকি যাত্রীদেরও সুরক্ষিতভাবে বের করে আনা হয়।
#WATCH | Fire breaks out in Humsafar Express, which runs between Tiruchirappalli and Shri Ganganagar, in Gujarat’s Valsad; no casualty reported till now pic.twitter.com/p5Eyb7VQKw
— ANI (@ANI) September 23, 2023
রেলওয়ের তরফে জানানো হয়েছে, ট্রেনটি সবে ভালসাদ স্টেশন থেকে বেরিয়েছিল। হঠাৎ জেনারেটর কোচ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে জেনারেটর কার ও লাগোয়া বি১ কোচে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিটের কারণেই হয়তো ট্রেনের জেনারেটরে আগুন লেগে যায়। সেখান থেকে পাশের কামরাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে রেলের তৎপরতার কারণেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।