আগ্রা: চলন্ত ট্রেনেই অগ্নিকাণ্ড। একেবারে ট্রেনের দুটি কোচে আগুন (Fire) ধরে গেল। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাতালকোট এক্সপ্রেসে (Patalkot Express)। তবে ট্রেনের চালকের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। এই অগ্নিকাণ্ডে ২ জন আহত হয়েছেন। অন্যান্য কামরায় আগুন ছড়ানোর আগেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং কোচ দুটি আলাদা করা হয় বলে রেলের তরফে জানানো হয়েছে।
রেল সূত্রে খবর, পাতালকোট এক্সপ্রেসটি পঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সিওনি যাচ্ছিল। বিকেল পৌনে ৪টে নাগাদ আগ্রা-ঢোলপুরের মাঝে হঠাৎ করেই চলন্ত ট্রেনের ২টি কামরায় আগুন ধরে যায়। ইঞ্জিনের পর থেকে তৃতীয় ও চতুর্থ কোচে আগুন লেগে যায়। এগুলি জেনারেল কোচ ছিল।
চতুর্থ কোচের যাত্রীরাই প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেনের চালককে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাঝপথেই তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন চালক। এরপর অন্যান্য রেলকর্মীরাও ঘটনাস্থলে আসেন এবং অগ্নিদগ্ধ কোচ দুটি ট্রেন থেকে আলাদা করা হয়। ওই কোচ দুটির যাত্রীদেরও নিরাপদে বের করা হয়। দুজনের সামান্য আহত হলেও বড় কোনও ঘটনা ঘটেনি বলে রেলের দাবি। তবে কোচ দুটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ট্রেনটিতে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
14624 Firozpur-seoni patalkot express ke GENRAL Coach me lagi aag pic.twitter.com/OCXoXWKHFE
— suyash sharma (@suyash72210305) October 25, 2023
প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই বিহারের বক্সার জেলায় নর্থ-ইস্ট সুপারফার্স্ট এক্সপ্রেসের ৬টি কোচ বেলাইন হয়ে যায়। ঘটনায় কমপক্ষে ৪ যাত্রীর মৃত্যু হয় এবং ৯০ জন গুরুতর আহত হন।