Fire: শ্যুটিং চলাকালীন সিরিয়াল সেটে বিধ্বংসী আগুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 10, 2023 | 11:03 PM

শ্যুটিং চলাকালীন বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎ করে সেটে আগুন লেগে যায়।

Fire: শ্যুটিং চলাকালীন সিরিয়াল সেটে বিধ্বংসী আগুন
স্টুডিয়োয় বিধ্বংসী আগুন।

Follow Us

মুম্বই: ফিল্মসিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার বিকালে মুম্বই ফিল্ম সিটির একটি সিরিয়াল সেটের স্টুডিয়োতে বিধ্বংসী আগুন লাগে। সেই সময় ওই স্টুডিও একটি সিরিয়ালের শ্যুটিং চলছিল। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী থেকে শিশু অভিনেতাও উপস্থিত ছিল সেখানে। ফলে এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফিল্ম সিটিতে।

বিএমসি সূত্রে জানা গিয়েছে, মুম্বই ফিল্মসিটির গোরেগাঁওয়ে একটি সিরিয়াল সেটে ভয়াবহ আগুন লাগে। তারপর দমকল বাহিনীর কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে স্টুডিয়োর অনেকটা অংশ আগুনে পুড়ে গিয়েছে। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোরেগাঁও স্টুডিওতে প্রায় দিনরাত একাধিক সিরিয়ালের শ্যুটিং চলে। এদিন একটি হিন্দি সিরিয়ালের শ্যুটিং চলাকালীন বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎ করে সেটে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীতে। তারপর দমকল বাহিনীর কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটে উপস্থিত কর্মীরা অগ্নিনির্বাপণের কাজ শুরু করেন। ফলে আগুন খুব বেশি ছড়ায়নি। তবে এই অগ্নিকাণ্ডে ওই সেটের নীচেরতলার অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই এই সিরিয়াল সেটে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সিলিন্ডার বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অল ইন্ডিয়া সিনেমা অ্যাসোসিয়েশনের প্রধান সুরেশ শ্যামল গুপ্তা তদন্তের দাবি জানিয়েছেন। যে সিরিয়ালের শ্যুটিং চলছিলস তার প্রযোজক ও প্রোডাকশন হাউসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। এমনকি ফিল্ম সিটির ডিরেক্টরের বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছেন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Next Article