Indians Return from Iran: ‘আগুন জ্বলছে চারিদিকে, গাড়ির সামনে চলে আসছিল ওরা…’, ইরানে এখন কী হচ্ছে, ফিরে এসে বললেন ভারতীয়রা

Iran Situation: আরেক ভারতীয়, যিনি বিগত এক মাস ধরে ইরানে ছিলেন, তিনি বলেন যে শেষ কয়েক সপ্তাহ ধরে সমস্যা হচ্ছিল। তিনি বলেন, "আমরা যখন বাইরে ছিলাম, তখন বিক্ষোভকারীরা আমাদের গাড়ির সামনে চলে আসত। কিছু অশান্তি করত।"

Indians Return from Iran: আগুন জ্বলছে চারিদিকে, গাড়ির সামনে চলে আসছিল ওরা..., ইরানে এখন কী হচ্ছে, ফিরে এসে বললেন ভারতীয়রা
ইরান থেকে ফিরলেন ভারতীয়রা।Image Credit source: X

|

Jan 17, 2026 | 2:00 PM

নয়া দিল্লি: অবশেষে কাটল আতঙ্ক। বিভীষিকার শেষ, ইরান থেকে ভারতের মাটি ছুঁল দুটি বাণিজ্য়িক বিমান।  সে দেশে আটকে পড়া ভারতীয়রা ফিরলেন নিজের দেশে। শুক্রবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে এক চাপা উত্তেজনা কাজ করছিল। ইরান থেকে ভারতীয়রা ফিরতেই সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।

ইরানে বিক্ষোভ-আন্দোলন শুরু হতেই সতর্কবার্তা দিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। প্রয়োজন ছাড়া ইরানে যেতে বারণ করেছিল। ইরানে থাকা ভারতীয়দের দ্রুত যে কোনও উপায়ে ভারতে ফিরে আসতে বলা হয়েছিল। তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছিল। সরকার ইরানের পরিস্থিতির উপরে ক্রমাগত নজর রাখছিল। কিন্তু ইরানের এয়ারস্পেস বন্ধ থাকায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। অবশেষে বিমান পরিষেবা চালু হতেই ভারতে ফিরলেন ইরানে আটকে থাকা ভারতীয়রা। গতকাল, শুক্রবার রাতে ইরান থেকে দুটি বাণিজ্যিক বিমান অবতরণ করে দিল্লিতে।

উল্লেখ্য, এটি ভারত সরকারের পাঠানো বিমান নয়।

ভারতে ফিরে এসেই সকলে ধন্যবাদ জানান কেন্দ্রীয় সরকারকে। তারা জানান যে তেহরান থেকে তাদের সতর্ক করা হয়েছিল। উদ্ধারকাজের জন্য ক্রমাগত পর্যটক, পুণ্যার্থী, পড়ুয়া, ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখছিল।

এক এমবিবিএস পড়ুয়া বলেন যে ইরান জুড়ে বিক্ষোভের খবর শুনলেও, নিজের চোখে কোনও প্রতিবাদ মিছিল দেখেননি। তবে শেষ কয়েকদিন ইন্টারনেট ছিল না।

আরেক ভারতীয়, যিনি বিগত এক মাস ধরে ইরানে ছিলেন, তিনি বলেন যে শেষ কয়েক সপ্তাহ ধরে সমস্যা হচ্ছিল। তিনি বলেন, “আমরা যখন বাইরে ছিলাম, তখন বিক্ষোভকারীরা আমাদের গাড়ির সামনে চলে আসত। কিছু অশান্তি করত। এরপরে ইন্টারনেট ছিল না, তাই আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। সকলেই চিন্তায় ছিল। আমরা দূতাবাসেও যোগাযোগ করতে পারছিলাম না।”

আরেকজন ভারতীয় যিনি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার, তিনি ইরানে কাজ করতে গিয়েছিলেন। অশান্তি ছড়াতেই সেখানে আটকে পড়েন। তিনি বলেন, “সবাই চিন্তায় ছিল। তেহরানে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, ভয়ঙ্কর বিক্ষোভ হচ্ছিল। তবে শাসকদের সমর্থকের তুলনায় বিক্ষোভকারীদের সংখ্যা তুলনায় কম ছিল।”

কেন্দ্রীয় সূত্রে খবর, এখনও ইরানে প্রায় ৯০০০-র কাছাকাছি ভারতীয় রয়েছেন। তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে ভারত সরকার ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনতে পারে।