মুম্বই: মাত্র এক সপ্তাহের মধ্যেই করোনা রিপোর্ট নেগেটিভ (COVID Negative Report) এল মহারাষ্ট্রের প্রথম ওমিক্রনে আক্রান্তের (Omicron Patient)। বুধবারই মহারাষ্ট্রের (Maharashtra) থানের বাসিন্দা বছর ৩৩-র ওই যুবকের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, আপাতত এক সপ্তাহ গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালে কল্যাণ-ডোম্বিভালি পুরসভার কমিশনার বিজয় সূর্যবংশী এই কথা জানান।
দেশে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল কর্নাটক থেকে। এরপরই মহারাষ্ট্র থেকেও আক্রান্তের খোঁজ মেলে। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহেই ৩৩ বছরের ওই মেরিন ইঞ্জিনিয়ার দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে ভারতে এসেছিলেন। ২৪ নভেম্বর দিল্লি বিমানবন্দরে তাঁর আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। সেখান থেকে তিনি ফের মুম্বইয়ের বিমানে ওঠেন। তিনি যতক্ষণে মুম্বই বিমানবন্দরে পৌঁছন, ততক্ষণে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয় যে, তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এরপরই তাঁর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকদিন পরে জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট এলে জানা যায়, ওই ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসে ওই ব্যক্তি কাজে যোগ দিয়েছিলেন। বিগত কয়েক মাস তিনি সমুদ্রেই কাটানোয় করোনা টিকার একটি ডোজ়ও নিতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই করোনা রিপোর্ট পজেটিভ আসায়, কল্যাণের কোভিড কেয়ার সেন্টারে তিনি ভর্তি ছিলেন। বুধবার তাঁর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায়, তাঁকে ছেড়ে দেওয়া হয়। কল্য়াণ-ডোম্বিভালি পুরসভার কমিশনার বিজয় সূর্যবংশী বলেন, “ওই যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, তার দু’বার আরটি-পিসিআর পরীক্ষা করা হয়, দুটি রিপোর্টই নেগেটিভ আসে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং কোনও উপসর্গও নেই। তবুও অতিরিক্ত সতর্কতার জন্য তাকে সাতদিন একান্তবাসে থাকতে বলা হয়েছে।” তিনি আরও বলেন, “মজার বিষয় হল, আজই ওই যুবকের জন্মদিন। নিজের জন্মদিনে উপহার হিসাবে বাড়ি যেতে পারল ওই যুবক।”
মহারাষ্ট্রে এখনও অবধি ১০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।