Census 2027: ১ এপ্রিল থেকে বাড়ি বাড়ি আসবেন প্রতিনিধিরা, ৩৩টি প্রশ্ন করা হবে আপনাকে, কী কী জেনে নিন…
Census Questions: গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে, জনগণনায় প্রথম ধাপে বাড়ি বাড়ি যাওয়া হবে। মোট ৩৩টি প্রশ্ন করা হবে সকলকে। কী সেই প্রশ্ন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৭ জানুয়ারি যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তাতে ৩১টি প্রশ্ন ছিল।

নয়া দিল্লি: দেশ জুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR)। তবে শুধু এসআইআর নয়, শীঘ্রই শুরু হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। আগামী এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে জনগণনা বা সেনসাসের কাজ। রেজিস্ট্রারার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার অব ইন্ডিয়া-র তরফে গত ২২ জানুয়ারিই নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে। ১ এপ্রিল থেকে সেনসাস বা জনগণনার প্রথম ধাপ শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে, জনগণনায় প্রথম ধাপে বাড়ি বাড়ি যাওয়া হবে। মোট ৩৩টি প্রশ্ন করা হবে সকলকে। কী সেই প্রশ্ন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ৭ জানুয়ারি যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তাতে ৩১টি প্রশ্ন ছিল। করোনা সংক্রমণের কারণে সেই জনগণনা স্থগিত হয়ে যায়।
কী কী প্রশ্ন করা হবে আপনার বাড়িতে এসে?
- বিল্ডিং নম্বর (পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া)
- জনগণনার বাড়ির নম্বর
- বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি
- বাড়ির মেঝে কী দিয়ে তৈরি
- বাড়ির ছাদ কী দিয়ে তৈরি
- বাড়ি কীসের জন্য ব্যবহৃত হয়
- বাড়ির অবস্থা কেমন অর্থাৎ কাঁচা বাড়ি নাকি পাকা
- বাড়িতে কতজন থাকেন
- বাড়ির প্রধানের নাম
- বাড়ির প্রধানের লিঙ্গ
- জনজাতি, উপজাতি বা অন্য কোনও জনগোষ্ঠীর ব্যক্তির বাড়ি কি না
- ভাড়া বাড়ি নাকি মালিকানা
- রান্নাঘর-শৌচাগার ছাড়া কতগুলি ঘর আছে
- কত জন বিবাহিত দম্পতি বাস করে
- পানীয় জলের প্রধান উৎস কী
- পানীয় জল কতট উপলব্ধ
- আলোর প্রধান উৎস কী
- শৌচাগার আছে কি না
- কী ধরনের শৌচাগার
- বর্জ্য পদার্থ ও জল কোথায় যায়
- স্নান করার জায়গা আছে কি না
- রান্নাঘর রয়েছে কি না
- রান্নার জন্য কী জ্বালানি ব্যবহার করা হয়
- রেডিয়ো বা ট্রানজিস্টর আছে কি না
- টেলিভিশন আছে কি না
- ইন্টারনেটের সুবিধা আছে
- ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না
- স্মার্টফোন আছে কি না
- সাইকেল-স্কুটার-বাইক বা মোপেড আছে কি না
- গাড়ি-জিপ বা ভ্যান আছে কি না
- বাড়িতে কোন শষ্য খাওয়া হয় (ধান, গম)
- মোবাইল নম্বর
জনগণনার নথি প্রকাশিত হবে ২০২৭ সালে। এবার সম্পূর্ণভাবে ডিজিটাল সেনসাস হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।
