Bangladeshi Immigrants: হেঁটে আসছিল লালকেল্লার দিকে, সন্দেহ হল পুলিশের! বাঁধা দিতেই…, তারপরই গ্রেফতার

Bangladeshi Immigrants: মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃত প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ বছর। তার জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করছিল। তখনই তাদের গ্রেফতার করা হয়। তাদের থেকে পাওয়া সব নথি ভুয়ো বলেও দাবি করে পুলিশ।

Bangladeshi Immigrants: হেঁটে আসছিল লালকেল্লার দিকে, সন্দেহ হল পুলিশের! বাঁধা দিতেই..., তারপরই গ্রেফতার
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: Avra Chattopadhyay

Aug 05, 2025 | 12:34 PM

নয়াদিল্লি: লালকেল্লার দিকে এগিয়ে যাচ্ছিল তারা। বাধা দেয় পুলিশ। কিন্তু কথা শোনে না তারা। পুলিশি ঢালকে পেরিয়ে ঢুকে যেতে চায় লালকেল্লার মধ্যে। সন্দেহ জাগে পুলিশকর্মীদের মনে। তৎক্ষণাৎ গ্রেফতার।

ঘটনা সোমবারের। দিল্লির লালকেল্লার সামনে থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হল পাঁচ অভিযুক্তকে। মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃত প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ বছর। তার জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করছিল। তখনই তাদের গ্রেফতার করা হয়। তাদের থেকে পাওয়া সব নথি ভুয়ো বলেও দাবি করে পুলিশ।

দিল্লি পুলিশের উত্তর জেলার ডেপুটি কমিশনার রাজা বানথিয়া বলেন, “সোমবার ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তারা তিন-চার মাস আগে বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। সেই থেকেই এখানে রয়েছে। দিল্লিতে আসে কাজের খোঁজে। কিন্তু গতকাল লালকেল্লায় ঢোকার চেষ্টা করলে, সেখানে মোতায়েন থাকা পুলিশ কর্মীদের সন্দেহ হয়।”

তাঁর সংযোজন, “ধৃতরা জানত না গত ১৫ই জুলাই থেকে লালকেল্লা বন্ধ হয়ে গিয়েছে। তাদের যখন বাধা দেওয়া হয় তখনও তারা ঢোকার চেষ্টা করে। তখনই পুলিশ সন্দেহে বশে গ্রেফতার করে তাদের। পরবর্তীদের অভিযুক্তদের থেকে একাধিক বাংলাদেশি নথিও পাওয়া যায়।” এই নিয়ে দিল্লি-সহ দেশের একাধিক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারির সংখ্যা পেরিয়ে গিয়েছে শতাধিকের গন্ডি। যাদের মধ্যে অধিকাংশকেই গ্রেফতার করার তুলে দেওয়া হয়েছে বিএসএফ-র হাতে।