নয়াদিল্লি: অযোধ্যায় সরযূ নদীর তীরে রাম মন্দিরের নির্মাণ চলছে জোরকদমে। রাম মন্দিরের পাশাপাশি অযোধ্যায় বিমানবন্দরও তৈরি হয়েছে। ৩০ ডিসেম্বরই তা উদ্বোধন করা হবে। মন্দির উদ্বোধনের আগেই যাত্রী চলাচল শুরু হয়ে যাবে ওই বিমানবন্দরে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বিমান চলাচল শুরু হবে। ইতিমধ্যেই এক উড়ান সংস্থা অযোধ্যা থেকে বিমানের ঘোষণা করেছে। দেশের অন্যান্য উড়ান সংস্থারাও শীঘ্র বিমানের ঘোষণা করবে বলে আশা অযোধ্যা বিমানবন্দর কর্তৃপক্ষের। রামমন্দির উদ্বোধনের আগেই বিমানে করে অযোধ্যা যেতে কত খরচ হবে জানেন?
অযোধ্যায় নতুন তৈরি হওয়া বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে মরিয়াদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে বিমান চালানোরপ ঘোষণা করেছে উড়ান সংস্থা ইন্ডিগো। দেশের দুটি শহরের থেকে অযোধ্যায় বিমান চালানোর ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। দিল্লি এবং আহমেদাবাদ থেকে ২টি রুটে আপাতত বিমান চলবে।
৩০ জানুয়ারি উদ্বোধনের পর নয়াদিল্লি থেকে প্রথম বিমান চলবে অযোধ্যায়। পরের বছর ৬ জানুয়ারি থেকে অযোধ্যা এবং দিল্লির মধ্যে বিমানে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। দিল্লি বেলা ১১টা ৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে অযোধ্যায় পৌঁছবে ওই বিমান। এর পর অযোধ্যা থেকে ১.৪৫ মিনিটে ছেড়ে বিকাল ৩টেয় নয়াদিল্লিতে পৌঁছবে ইন্ডিগোর বিমান। পর্যন্ত আহমেদাবাদ থেকে অযোধ্যার মধ্যে বিমান চলবে পরের বছর ১১ জানুয়ারি থেকে। সপ্তাহে তিন দিন গুজরাটের ওই শহর থেকে বিমান চলাচল করবে অযোধ্যায়। ৬ জানুয়ারি দিল্লি থেকে অযোধ্যা গেলে বিমানের ভাড়া পড়বে ৭ হাজার ৭৯৯ টাকা। তবে আহমেদাবাদ থেকে বিমানের ভাড়ার বিষয়ে এখনও কিছু জানায়নি ওই উড়ান সংস্থা।