New Airlines: ১০ হাজার নয়, ৫ হাজারেই ফ্লাইটের টিকিট! নতুন বছরে আসছে নয়া ৩ এয়ারলাইন্স

Aviation Ministry: শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার ও ফ্লাই এক্সপ্রেস- এই তিনটি নতুন এয়ারলাইন্স ইতিমধ্যেই অসামরিক উড়ান মন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছে। শীঘ্রই তারা উড়ান পরিষেবা শুরু করতে পারে। আর নতুন তিন এয়ারলাইন্স চালু হলে যাত্রীদেরই সুবিধা হবে।

New Airlines: ১০ হাজার নয়, ৫ হাজারেই ফ্লাইটের টিকিট! নতুন বছরে আসছে নয়া ৩ এয়ারলাইন্স
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Dec 25, 2025 | 7:09 AM

নয়া দিল্লি: ইন্ডিগোর শয়ে শয়ে বিমান বাতিলে কার্যত থমকে গিয়েছিল দেশের বিমান চলাচল ব্যবস্থাই। দেশের সবথেকে বড় এয়ারলাইন্সের শিরদাঁড়ায় চোট লাগতেই টনক নড়েছে সরকারের। এবার যাত্রীদের বিমানে সফরের জন্য থাকবে একাধিক অপশন। হাতে গোনা ওই ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বা স্পাইসজেটের বিমানের মধ্যে থেকেই বেছে নিতে হবে না। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন তিনটি এয়ারলাইন্স অনুমোদন পেতে চলেছে।

শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার ও ফ্লাই এক্সপ্রেস- এই তিনটি নতুন এয়ারলাইন্স ইতিমধ্যেই অসামরিক উড়ান মন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছে। শীঘ্রই তারা উড়ান পরিষেবা শুরু করতে পারে। আর নতুন তিন এয়ারলাইন্স চালু হলে যাত্রীদেরই সুবিধা হবে। হাতে গোনা কয়েকটি এয়ারলাইন্সের উপরে ভরসা করে থাকতে হবে না। এতে বিমানের সংখ্যা যেমন বাড়বে, তেমনই ভাড়াও বেশ কিছুটা কমবে।

শোনা যাচ্ছে, শঙ্খ এয়ারলাইন্সের পরিষেবা ২০২৬ সাল থেকেই শুরু হতে পারে। আগেই এই সংস্থা ‘এনওসি’ (NOC) পেয়ে গিয়েছিল। চলতি সপ্তাহে আল হিন্দ এয়ার ও ফ্লাই এক্সপ্রেস এনওসি পায়। এবার তাদের রেগুলেটরি ও অপারেশন সংক্রান্ত একাধিক পরীক্ষার ধাপ পার করতে হবে দেশে উড়ান পরিষেবা চালু করার জন্য।

জানা গিয়েছে, আল হিন্দ এয়ার হল এটি কেরলের আল হিন্দ গ্রুপের এয়ারলাইন্স। এই সংস্থা ভ্রমণ ও সেই সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত। এবার তাদের নতুন সংযোজন হবে এয়ারলাইন্স।