Torture: সেক্স করলে মদ কিনে দেবে, না বলায় মহিলাকে…

তিনি গৃহহীন। মধ্য মুম্বইয়ের সেওরি এলাকায় রাস্তার ধারেই থাকতেন। ওই এলাকায় দিয়ে যাতায়াত ছিল রমজানের। জানুয়ারি মাসে রমজান ওই মহিলাকে মদ খাওয়ানোর লোভ দেখায়। তার স্কুটিতে করে তাঁকে নির্জন এলাকায় নিয়ে যান। রমজান স্বপ্নাকে বলেন, তাঁর সঙ্গে যৌনতা করলে মদ কিনে দেবেন তিনি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি স্বপ্না।

Torture: সেক্স করলে মদ কিনে দেবে, না বলায় মহিলাকে...
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 04, 2024 | 2:41 PM

মুম্বই: গৃহহীন মহিলাকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গত মাসে ওই মহিলার দেহ উদ্ধার হয় ঝোঁপ থেকে। সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এই গ্রেফতারির কথা জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। মধ্য মুম্বইয়ে এই খুনের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গৃহহীন মহিলার সঙ্গে যৌনতা করতে চেয়েছিলেন অভিযুক্ত।কিন্তু মহিলা তাতে রাজি হওয়াতেই তাঁকে খুন করা হয়েছে বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে।

মুম্বই পুলিশ জানিয়েছে, মহিলা খুনে অভিযুক্ত ব্যক্তির নাম রমজান শেখ (৩৭)। তিনি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চুক্তিভিত্তিক কর্মী। মৃত মহিলার নাম স্বপ্না সতীশ বাথাম (৪০)। তিনি গৃহহীন। মধ্য মুম্বইয়ের সেওরি এলাকায় রাস্তার ধারেই থাকতেন। ওই এলাকায় দিয়ে যাতায়াত ছিল রমজানের। জানুয়ারি মাসে রমজান ওই মহিলাকে মদ খাওয়ানোর লোভ দেখায়। তার স্কুটিতে করে তাঁকে নির্জন এলাকায় নিয়ে যান। রমজান স্বপ্নাকে বলেন, তাঁর সঙ্গে যৌনতা করলে মদ কিনে দেবেন তিনি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি স্বপ্না। তাতেই রাগে গলায় ফাঁস দিয়ে স্বপ্নাকে রমজান খুন করেন বলে অভিযোগ। পাথর দিয়ে থেঁতলে দেওয়ারও অভিযোগ রয়েছে। খুনের পর সেখানেই দেহ ফেলে রেখে চলে যান অভিযুক্ত।

এলাকার সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে অভিযুক্তের পরিচয় জানতে পারে পুলিশ। তার পর তাঁকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, ওই মহিলাকে অনেক বছর ধরেই চেনেন রমজান। ২০১৮ সালে ওই মহিলার মেয়েকে অপহরণের অভিযোগ ছিল রমজানের বিরুদ্ধে। তখন তাঁকে গ্রেফতার করে পুলিশ।