Parent Murder daughter: ‘অনেক ছেলের সঙ্গে কথা বলে’, পঞ্চম শ্রেণির মেয়েকে খুন বাবা-মা’র

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 06, 2022 | 8:00 AM

Uttar Pradesh: পুলিশ জানিয়েছে, তিন দিন আগে মৃত ছাত্রীর বাবা-মা থানায় এসে অভিযোগ দায়ের করেন, তাঁদের মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না।

Parent Murder daughter: অনেক ছেলের সঙ্গে কথা বলে, পঞ্চম শ্রেণির মেয়েকে খুন বাবা-মার
প্রতীকী চিত্র

Follow Us

মেরঠ: দিন তিনেক ধরে খোঁজ মিলছিল না ১১ বছর বয়সি মেয়েটির। পঞ্চম শ্রেণির ছাত্রী সে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ। তদন্তে নেমে অবাক হইয়ে5 গেলেন পুলিশ কর্তারা। পুলিশ জানিয়েছে, পঞ্চম শ্রেণির ছাত্রীকে খুন করেছেন তার বাবা-মা। ঘুরতে নিয়ে গিয়ে গভীর খালে ঠেলে ফেলে দিয়েছেন তাঁরা। পুলিশের দাবি, পুলিশের কাছে ওই দম্পতি খুনের কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের মেয়ে সব সময় ছেলে বন্ধুদের সঙ্গে কথা বলত। তার আচরণও দিন দিন অসংলগ্ন হয়ে পরে। সে জন্যেই তাঁরা নিজেদের মেয়েকে খুন করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে।

পুলিশ জানিয়েছে, তিন দিন আগে মৃত ছাত্রীর বাবা-মা থানায় এসে অভিযোগ দায়ের করেন, তাঁদের মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। ১ সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের হয়েছিল। তার পর তার খোঁজ শুরু করে পুলিশ। নাবালিকা মেয়েটির গতিবিধি ব্যাপারে ধারণা পেতে তার মা-বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন পুলিশের সামনে এসে আসল ঘটনা।

পুলিশ সুপার কেশব কুমার ঘটনা নিয়ে বলেছেন,”বাবলু নামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী রুবি ১ সেপ্টেম্বর থানায় এসেছিলেন। তাঁরা জানান তাঁদের মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। সে নিখোঁজ। পুলিশ ঘটনার তদন্তে নামে। তখন জানতে পারে বাবলু ও রুবি নিজেদের মেয়েকে খালের জলে ফেলে দিয়ে মেরে ফেলেছেন। তাঁদের দাবি, তাঁদের মেয়ে অনেক ছেলে বন্ধুর সঙ্গে কথা বলত। দিন দিন তার আচরণও খারাপ হচ্ছিল। সে জন্যই তাঁরা খুন করেছেন বলে জানিয়েছেন।” অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বাচ্চাটির দেহ উদ্ধার করা যায়নি।

যদিও ওই বাচ্চা মেয়েটির দেহ এখনও খালের জল থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই পুলিশ সুপার বলেছেন , “অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে খালে মেয়েটির দেহ উদ্ধারের চেষ্টা চলছে। শীঘ্রই দেহ উদ্ধার করা হবে।”

Next Article