
নয়া দিল্লি: রাত এগারোটা। বৈঠকে বসলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। স্পষ্ট জানালেন, ‘সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। যা নিন্দনীয়।’ বস্তুত, শনিবারই বিকেলে বিদেশ সচিব জানিয়েছিলেন, দুই দেশ (ভারত-পাকিস্তান) সংঘর্ষ বিরতিতে যাচ্ছে। তবে তিন-চার ঘণ্টা কাটতে না কাটতে ফের গোলা-গুলি শুরু করল পাকিস্তান।
এ দিন রাতে সাংবাদিক বৈঠকে বসেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি বলেন, ” সংঘর্ষবিরতি ভেঙেছে পাকিস্তান। যা অত্যন্ত নিন্দনীয়। দায় পাকিস্তানের। পরিস্থিতির গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক তারা। আমাদের সেনা পরিস্থিতির দিকে নজর রাখছে। তারা যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত।”
উল্লেখ্য, আজ রাত আটটা নাগাদ কাশ্মীর, রাজস্থান,পঞ্জাব,গুজরাটে ফের গোলাগুলি শুরু করে পাকসেনা। যার জেরে আবারও ব্ল্যাকআউট করে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকা। ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে ছিলেন সব রাজ্যের মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে, কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখতে হবে। যে কোনও পরিস্থিতিতে তাদের কাজে লাগানো হতে পারে।
প্রতিবেদনটি TV9 বাংলার রিপোর্টার প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখা।