Hanle Village: এবার বিদেশি পর্যটকরা রাত কাটাতে পারবেন লাদাখের অপূর্ব সুন্দর এই গ্রামে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 29, 2023 | 8:31 PM

হানলে গ্রাম ভারতের ডার্ক স্কাই রিজার্ভ নামেও পরিচিত। হাই অল্টিটিউডে অবস্থিত দুর্গম এলাকার এই গ্রামে আলোক দূষণ একেবারেই নেই বললেই চলে। তাই এখান থেকে পরিষ্কার ভাবে দেখা যায় রাতের আকাশ। তাই অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি হিসাবেও এই এলাকার অসীম গুরুত্ব রয়েছে।

Hanle Village: এবার বিদেশি পর্যটকরা রাত কাটাতে পারবেন লাদাখের অপূর্ব সুন্দর এই গ্রামে
হানলে গ্রাম থেকে রাতের আকাশ
Image Credit source: Twitter

Follow Us

লে: লাদাখের প্রত্যন্ত এলাকায় রয়েছে হানলে গ্রাম। ছাংথাং উপত্যকায় অবস্থিত এই গ্রাম থেকে প্রকৃতির শোভা কথায় বর্ণনা করা সম্ভব নয়। এই গ্রামে ঘুরতে যাওয়া গেলেও সেখানে রাত্রিবাস করতে পারতেন না বিদেশিরা। কেবল মাত্র ভারতীয়রাই অনুমতির ভিত্তিতে রাত্রিবাস করতে পারতেন সেখানে। কিন্তু এ বার থেকে বিদেশিরাও রাত কাটাতে পারবেন হানলে গ্রামে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। এ বার থেকে বিদেশিদেরও লাদাখের এই গ্রামে রাতে থাকার অনুমতি দেওয়া হবে।

হানলে গ্রাম ভারতের ডার্ক স্কাই রিজার্ভ নামেও পরিচিত। হাই অল্টিটিউডে অবস্থিত দুর্গম এলাকার এই গ্রামে আলোক দূষণ একেবারেই নেই বললেই চলে। তাই এখান থেকে পরিষ্কার ভাবে দেখা যায় রাতের আকাশ। তাই অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি হিসাবেও এই এলাকার অসীম গুরুত্ব রয়েছে। কিন্তু সেই শোভা দেখার সৌভাগ্য এত দিন হত না বিদেশিদের। কিন্তু এ বার আর সেই বাধা রইল না।

কিন্তু লাদাখে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই বিদেশিদের হানলেতে থাকার ছাত্রপত্র দেওয়া হল। এর পাশাপাশি মার্টসেমিক এবং স্কো ভ্যালিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। ওই সব এলাকায় পর্যটকদের ট্রেকিংয়েরও অনুমতি দেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

Next Article