‘আমার বাড়ি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে’, আক্ষেপ ছিল মনমোহনের, কেন একবার পাকিস্তান যেতে চেয়েছিলেন তিনি?

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 27, 2024 | 10:05 AM

Manmohan Singh: মনমোহন সিং ছোটবেলায় তাঁর মা মারা যান। তিনি তাঁর দাদুর কাছে বড় হয়েছিলেন, কিন্তু দেশভাগের আগেই এক দাঙ্গায় দাদু নিহত হন। এই ঘটনা মনমোহন সিংয়ের মনে গভীর ছাপ ফেলেছিল।

আমার বাড়ি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আক্ষেপ ছিল মনমোহনের, কেন একবার পাকিস্তান যেতে চেয়েছিলেন তিনি?
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
Image Credit source: Ravi Kumar/HT via Getty Images

Follow Us

নয়া দিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রয়াণে শোকের ছায়া দেশজুড়ে। জীবনে অনেক চড়াই-উতরাই দেখেছেন তিনি। দেশের উন্নয়নে নানা প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। নানা সাফল্য পেলেও, অপূর্ণ রয়ে গিয়েছে এক ইচ্ছা, যা নিয়ে সারা জীবনই অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি।

ভারতে নয়, মনমোহন সিংয়ের জন্ম হয়েছিল পাকিস্তানে। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের (তৎকালীন অবিভক্ত ভারত) পঞ্জাব প্রদেশে গাহ-তে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। দেশভাগের পর তাঁর পরিবার ভারতে চলে আসে, কিন্তু জন্মভিটের স্মৃতি তাঁর মন থেকে কখনও যায়নি। কংগ্রেস নেতা রাজীব শুক্লা তাঁর একটি সাক্ষাৎকারে মনমোহন সিংয়ের এই ইচ্ছার কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, মনমোহন সিংয়ের ইচ্ছা ছিল জন্মভিটে একবার দেখার। তবে পরিস্থিতি এমন ছিল যে তা অপূর্ণই রয়ে যায়।

কংগ্রেস নেতা রাজীব শুক্লা বলেছিলেন যে বিদেশে কাজ করার সময় মনমোহন সিং তাঁর এক পাকিস্তানি বন্ধুর সঙ্গে রাওয়ালপিন্ডি গিয়েছিলেন। সেই সফরে তিনি ওখানের গুরুদ্বারেও যান, যেখানে তিনি শৈশবে বৈশাখীর দিন যেতেন। কিন্তু তিনি নিজের গ্রামে যেতে পারেননি।

মনমোহন সিং ছোটবেলায় তাঁর মা মারা যান। তিনি তাঁর দাদুর কাছে বড় হয়েছিলেন, কিন্তু দেশভাগের আগেই এক দাঙ্গায় দাদু নিহত হন। এই ঘটনা মনমোহন সিংয়ের মনে গভীর ছাপ ফেলেছিল। এরপরই তিনি পেশোয়ারে বাবার কাছে চলে আসেন। দেশভাগের সময় তিনি হাইস্কুলে পড়তেন। সেই সময় তিনি বাবার সঙ্গে পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন।

মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একবার পাকিস্তানে যেতে চেয়েছিলেন। তিনি যে গ্রামটিতে বড় হয়েছেন, সেটি দেখতে চেয়েছিলেন। তিনি যে স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন, সেটি দেখতে চেয়েছিলেন।

রাজীব শুক্লা যখন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি তাঁর পৈতৃক বাড়ি দেখতে চান, তখন মনমোহন সিং বলেছিলেন, “আমার ঘরবাড়ি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমি সেই স্কুলটি দেখতে চাই যেখানে আমি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলাম।”

তবে মনমোহন সিংয়ের সেই ইচ্ছাও পূরণ হয়নি। পাকিস্তানের গাহ গ্রামের যে স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন, সেটি মনমোহন সিংয়ের নামেই নামকরণ করা হয়েছিল।

Next Article
১০ বছর ধরে এই ব্র্যান্ডের গাড়িতেই চড়তেন মনমোহন সিং, আপগ্রেডও করেননি কখনও
জেনারেল কামরার টিকিট কতক্ষণ বৈধ থাকে জানেন তো? নাহলে মাঝরাস্তায় বিপদে পড়তে হবে