Pope Benedict XVI: প্রয়াত প্রাক্তন পোপ যোড়শ বেনেডিক্ট

জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ষোড়শ বেনেডিক্টের।

Pope Benedict XVI: প্রয়াত প্রাক্তন পোপ যোড়শ বেনেডিক্ট

| Edited By: অংশুমান গোস্বামী

Dec 31, 2022 | 7:50 PM

ভ্যাটিকান: প্রায়ত হলেন প্রাক্তন পোপ বেনেডিক্ট ষোড়শ। নিজের ভ্যাটিক্যান অ্যাপার্টমেন্টেই মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুর খবর ভ্যাটিকানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। জানা গিয়েছে, বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন পোপ বেনেডিক্ট। প্রায় আট বছর ক্যাথোলিক চার্চ পরিচালনার দায়িত্ব ছিল তাঁর কাছে। তবে তিনি প্রথম যাঁকে পোপের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। ২০১৩ সালে পোপের পদ থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। তাঁর মৃত্যু নিয়ে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেছেন, “খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, আজ ৯টা ৩৪ মিনিটে পোপ এমিরেটাস, ষোড়শ বেনেডিক্ট ভ্যাটিকানের মাতের একলেসি মনার্স্ট্রিতে মারা গিয়েছেন।”

জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ষোড়শ বেনেডিক্টের। তবে গত বুধবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তাঁর আরোগ্য কামনায় সারা বিশ্বের ক্যাথোলিক চার্চগুলিতে প্রার্থনা শুরু হয়। পোপ ফ্রান্সিস সকলকে প্রার্থনার আবেদন জানান। কিন্তু শনিবার সেই লড়াইয়ের অবসান হল। ভ্যাটিকানেই বেনেডিক্টেকর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। পোপ ফ্রান্সিসের উপস্থিতিতেই শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে।

পোপ বেনেডিক্ট ষোড়শ প্রথম পোপ যাঁকে পদত্যাগ করতে হয়েছিল। এই পদত্যাগের কারণ ছিল বিতর্ক। একাধিক বিতর্ক দানা বেঁধেছিল তাঁকে ঘিরে। যার মধ্যে অন্যতম ছিল শিশুদের যৌন হেনস্থা। এর জেরে ২০১৩ সালে তাঁকে পোপের পদ ছাড়তে হয়েছিল। এই অভিযোগে বিতর্ক তৈরি হয় বিশ্বজুড়ে। এর জেরে ক্ষমাও চেয়েছিলেন তিনি। এর পর সে ভাবে প্রকাশ্যে আসতেন না তিনি। তবে পরিবারের সঙ্গে তাঁর সময় কাটানোর ছবি প্রকাশ্যে এসেছিল।

 

১৯২৭ সালে ১৬ এপ্রিল জার্মানির বাভারিয়া প্রদেশের এখ গ্রামে জন্মেছিলেন তিনি। দ্বিতীয় জন পলের পর পোপ হয়েছিল। আধুনিক সময়ে জার্মান পোপ ছিলেন তিনিই প্রথম। ধর্মতত্ত্ববিদ হিসাবে খ্যাতি ছিলেন বেনেডিক্টের। প্রাক্তন পোপের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।