ইডি দফতরে দিনভর জেরা, জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন রাজস্ব মন্ত্রীর জামাতা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 07, 2021 | 11:17 AM

ED Arrest Eknath Khadse's Son in Law in Pune MIDC land deal Case: মঙ্গলবার জমি দুর্নীতি মামলায় জেরার জন্যই প্রাক্তন মন্ত্রীর জামাইকে তলব করা হয়। সকাল থেকে বিকেল অবধি জেরা করা হয় তাঁকে। এরপর বুধবার সকালে জানা যায়, ইডি গিরীশ চৌধুরিকে গ্রেফতার করেছে।

ইডি দফতরে দিনভর জেরা, জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন রাজস্ব মন্ত্রীর জামাতা
প্রতীকী চিত্র।

Follow Us

মুম্বই: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন মহারাষ্ট্রের প্রাক্তন রাজস্ব মন্ত্রী একনাথ খাড়সে(Eknath Khadse)-র জামাতাকে। মঙ্গলবার সকালেই গিরীশ চৌধুরি(Girish Chaudhary)-কে মুম্বই দফতরে তলব করে ইডি (ED)। সন্ধে অবধি জেরা করা হয় তাঁকে। এ দিন সকালে তাঁকে গ্রেফতার করে ইডি।

২০১৭ সালে পুণের কাছেই অবস্থিত এমআইডিসি(MIDC)-র একটি জমি কেনা ঘিরে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে  তৎকালীন রাজস্ব মন্ত্রী একনাথ খাড়সে ও তাঁর পরিবারের বিরুদ্ধে। হেমন্ত গায়ান্দে নামক এক ব্যক্তি অভিযোগ করেন, একনাথ খাড়সে ওই জমি কেনায় প্রতারণা করেছে। এই অভিযোগের ভিত্তিতেই মহারাষ্ট্রের দুর্নীতি দমন শাখা একনাথ খাড়সে, তাঁর স্ত্রী মন্দাকিনী, জামাতা গিরীশ চৌধুরি ও জমির আসল মালিক আব্বাস আকানির বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

এর আগে একনাথ খাড়সেকে একাধিকবার জেরা করেছে ইডি। গতবছর ডিসেম্বর মাসে তাঁকে হাজিরার জন্য সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। পরে গ্রেফতারি  থেকে বাঁচতে তিনি বম্বে হাইকোর্টে আবেদন জানান। তিনি অভিযোগ করেন, বিজেপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তবে ইডির তরফে জানানো হয়, তাদের কেস ইনফরমেশন রিপোর্টে একনাথ খাড়সেকে অভিযুক্ত বলে দাবি করা হয়নি। কিন্তু তদন্তে অসহযোগিতা করা তাঁকে গ্রেফতার করা হতে পারে।

মঙ্গলবার সেই জমি দুর্নীতি মামলায় জেরার জন্যই প্রাক্তন মন্ত্রীর জামাইকে তলব করা হয়। সকাল থেকে বিকেল অবধি জেরা করা হয় তাঁকে। এরপর বুধবার সকালে জানা যায়, ইডি গিরীশ চৌধুরিকে গ্রেফতার করেছে। মামলা সংক্রান্ত যে নথিগুলি তিনি জমা গিয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Next Article