
নয়াদিল্লি: জমা দেওয়া হয়েছে আড়াই হাজার পাতার চার্জশিট। ভারত-পাক সংঘাত পর্বের পর গ্রেফতার হওয়া হরিয়ানার নেটপ্রভাবী জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে অবশেষে মিলেছে চরবৃত্তির প্রমাণ। তাকে কাজে লাগিয়েই নাকি ভারতের তথ্য পাচার হচ্ছিল পাকিস্তানের এজেন্টদের কাছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে এই জ্যোতির বিরুদ্ধে। জ্যোতিকে নাকি ‘টুল কিট’ হিসাবেই ব্যবহার করত পাকিস্তান। আর এই ভাবেই ভারতের নানা গোপন তথ্য সংগ্রহ করেছে তারা। এমনকি, এই সব পাক এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন হরিয়ানার ‘জ্যোতি-রানি’।
তার বিরুদ্ধে পেশ হওয়া আড়াই হাজার চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানের হয়ে বহু মাস ধরেই চরবৃত্তির কাজ করছিলেন তিনি। এমনকি, এই সময়কালেই পড়শি দেশের শাকির, হাসান আলি এবং নাসির ধিলনের মতো আইএসআই এজেন্টদের সঙ্গে পরিচিতি বাড়ে তার।
তবে জ্য়োতি রানির পরিচিতি যে এই ছোট-বড় ISI এজেন্টদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে এমনটা নয়। সেই চার্জশিটে বলা হয়েছে, গতবছরের ১৭ এপ্রিল পাকিস্তানে যান তিনি। সেই সময় কর্তারপুর সীমানা হয়েই পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢোকেন জ্যোতি। ফেরেন ২৫ দিন পর ১৫ই মে। এর মাঝে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্য়মন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারায়ম নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন জ্যোতি।