বেঙ্গালুরু: বাড়ির মধ্যে পড়ে রয়েছে মা ও তিন সন্তানের রক্তাক্ত দেহ। রবিবার সকালে কর্নাটকের উদুপি জেলার কেম্মান্নুতে এক বাড়িতে গিয়ে এই চার মৃতদেহ উদ্ধার করল কর্নাটক পুলিশ। এক অজ্ঞাত পরিচয় আততায়ীর তাদের ছুরির আঘাতে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় বাড়িতে ছিলেন নিহত মহিলার শাশুড়িও। তাঁকেও ছুরির আঘাত করা হয়েছে। তবে, তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। আশঙ্কা জনক অবস্থায় তাঁকে নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম হাসিনা, বয়স ৪৬। তাঁর স্বামী কর্মসূত্রে মধ্য প্রাচ্যে থাকেন। হাসিনা ছাড়াও মৃত্যু হয়েছে ২৩ বছরের আফসান, ২০ বছরের আয়নাজ এবং ১২ বছরের আসিমের। আহত মহিলা পুলিশকে জানিয়েছেন, এদিন সকালে এক মুখোশধারী ব্যক্তি জোর করে তাদের বাড়িতে ঢুকে, একটি ধারালো ছুরি দিয়ে পরিবারের সদস্যদের উপর এলোপাথারি হামলা চালায়। পাঁচজনকেই ছুরিকাঘাত করে বাড়ি থেকে পালায় সে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন উদুপি জেলার পুলিশ সুপার অরুণ কুমার। তিনি জানিয়েছেন, চারজনকেই ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দেহগুলি তাঁরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তবে, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। অরুণ কুমার আরও জানান, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। বাড়ি থেকে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি যায়নি। ফলে, চুরি-ডাকাতির জন্য এই চারজনকে হত্যা করা হয়নি, এই বিষয়ে এক প্রকার নিশ্চিত পুলিশ। এর পিছনে কোনও ত্রিকোন প্রেমের কাহিনি আছে কিনা, কিংবা, কোনও পূর্ব শত্রুতা আছে কিনা – সব দিক খতিয়ে দেখছে পুলিশ।