নয়া দিল্লি: টাকা না দিলে ভেরিফায়েড হবে না অ্যাকাউন্ট (Verified Account)। টুইটারে অ্যাকাউন্টের পাশে নীল টিক (Blue Tick) দেখা যাবে না আর। গত বছর টুইটারের মালিকানা গ্রহণের পরই ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছিলেন, এবার থেকে টুইটারে আক্যাউন্ট ভেরিফিকেশনের জন্য় মাসিক একটি ফি বা চার্জ দিতে হবে। যদি কোনও টুইটার ব্যবহারকারী সেই সাবস্ক্রিপশন ফি (Subscription Fee) না দেন, তবে তার অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন ব্লু টিক তুলে নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে সেই প্রক্রিয়াই শুরু করল টুইটার। মাইক্রো ব্লগিং সংস্থার তরফে ভেরিফায়েড সমস্ত অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হল ব্লু টিক। বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), সকলের টুইটার প্রোফাইলেই আর ব্লু টিক দেখা যাচ্ছে না।
টুইটার সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টুইটার ব্লু-র সাবস্ক্রিপশন নিতে হবে। মোবাইল ও ওয়েবের মাধ্যমে মাইক্রো ব্লগিং সাইট ব্য়বহারের জন্য় আলাদা আলাদা চার্জ দিতে হবে। ওয়েবের মাধ্যমে যারা টুইটার ব্যবহার করেন, তাদের টুইটার ব্লু-র সাবস্ক্রিপশনের জন্য মাসিক ৮ ডলার দিতে হবে। যারা মোবাইলে টুইটার ব্যবহার করবেন, তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য মাসিক ১১ ডলার ফি দিতে হবে। আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই ভার্সনেই টুইটার ব্লু-র পরিষেবা পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায় এর খরচ পড়বে মাসিক প্রায় সাড়ে ৯০০ টাকা।
টুইটারের এই নতুন নিয়ম চালু হতেই তাবড় তাবড় ব্য়ক্তিত্বরা নিজেদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক খুইয়েছেন। এই তালিকায় যেমন রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাটের মতো বি-টাউন সুপারস্টাররা, তেমনই রাজনৈতিক নেতা যেমন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীও টুইটারের অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন টিক খুইয়েছেন। ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মারও টুইটার অ্যাকাউন্টের পাশে আর ব্লু টিক নেই।