নয়া দিল্লি: এ যেন উড়ে এসে জুড়ে বসা! যাঁর ভূমিকা নিয়ে একসময় নানা প্রশ্ন, নানা বিতর্ক সেই মমতা কুলকার্নি মহাকুম্ভ এসে হঠাত্ করে সন্ন্যাসিনী বনে গেলেন! পেয়ে গেলেন নতুন পরিচয়ও! মহাকুম্ভের কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি। মেনেছেন যাবতীয় নিয়ম। শুক্রবার সন্ধ্যায় প্রয়াগরাজে একদা বলিউড স্টারের ডুব, বিতর্কের জল আরও ঘুলিয়ে দিল! সংসার জগতের মোহ-মায়া কাটিয়ে সন্ন্যাসিনী হয়ে গেলেন বলিউডের একসময়ের লাস্যময়ী অভিনেত্রী মমতা কুলকার্নি।
মমতা কুলকার্নিকে সাধ্বী বা সন্ন্যাসিনী হিসেবে মানতে নারাজ সাধু সন্ন্যাসীদের একটা অংশ। তাঁরা বলছেন, জনপ্রিয়তা সাধ্বী হওয়ার মাপকাঠি নয়! হঠাৎ কীভাবে রাতারাতি তিনি সাধ্বী হয়ে গেলেন?
অন্য আখড়ার সঙ্গে যোগাযোগ করেও তো সাধ্বী হতে পারতেন মমতা কুলকার্নি। এত জায়গা ছেড়ে কেন কিন্নর আখড়া বেছে নিলেন তিনি? দেশে ১৩টি আখড়ার মধ্যে সাধ্বী হওয়া যায়, তার মধ্যে নিয়মের দিক থেকে কিছুটা ছাড় আছে কিন্নর আখড়ার। এই আখড়ার সদস্য হলে, সন্ন্যাসী জীবন পালন করেও স্বাভাবিক জীবন যাপনের সুযোগ রয়েছে। এমনকী, সাংসরিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় না।
সাধু সন্ন্যাসীদের একাংশের অভিযোগ, কিন্নর আখড়ায় নিয়মের ফাঁক দেখেই মমতা কুলকার্নি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। এবং আচমকা সন্ন্যাসিনী বনে গেলেন। আর সময় হিসেবে বেছে নিলেন প্রয়াগরাজের মহাকুম্ভকে। যাতে প্রচারের আলো তাঁর উপর পড়ে।
মহাকুম্ভে তাঁর সন্ন্যাসিনী হওয়া নিয়ে যেমন একরাশ প্রশ্ন, তেমনই তাঁর অতীত জীবনেও উঠে আসছে অনেক কালো দিক। ২ হাজার কোটি টাকার ড্রাগ পাচারে নাম জড়ায় এই অভিনেত্রীর। গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা ছিল। অভিযোগ, আন্ডারওয়ার্ল্ডের চাপে সুযোগ পান চায়না গেট ছবিতে। একদা বলিউড অভিনেত্রীর পুরনো কথা মনে করিয়ে দিয়ে, সন্ন্যাসীদের কেউ কেউ তাঁকে মহামণ্ডালেশ্বর থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।
তাঁকে নিয়ে একরাশ প্রশ্ন উঠলেও, সেই সব আমল দিচ্ছেন না বাজি, করণ অর্জুনের অভিনেত্রী। তাঁর
নতুন জীবন নিয়ে কিন্নর আখড়া থেকেও এসেছে সমর্থন। তবে মমতা কুলকার্নিকে নিয়ে জলঘোলা হলেও,
সাধু, সন্ন্যাসীদের অন্য অংশ মনে করে, অতীত নিয়ে পড়ে থাকতে নেই।
মমতা কুলকার্নি নন, মহাকুম্ভে এসে তাঁর পরিচয় ইয়ামাই মমতা নন্দগিরি! এই পরিচয়ে সাধুদের মধ্যে কজন তাঁকে মানবেন এই নিয়েও যেমন জল্পনা, তেমন তাঁকে কাছে টানার লোকেরও যে অভাব নেই!