Fire Broke Out: বাজি থেকে সাইবাবা মন্দিরে আগুন, শিলিগুড়ির মার্কেটেও পুড়ে ছাই ২টি দোকান

Fire Incident: শিলিগুড়িতেও আগুন লাগে। মধ্য রাতে শিলিগুড়ির শেঠ শ্রী লাল মার্কেটে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে দুটি জামাকাপড়ের দোকান। মার্কেট কমিটির সেক্রেটারি খোকন ভট্টাচার্য জানান, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। 

Fire Broke Out: বাজি থেকে সাইবাবা মন্দিরে আগুন, শিলিগুড়ির মার্কেটেও পুড়ে ছাই ২টি দোকান
ডানদিকে সাইবাবা মন্দিরে আগুন। বামদিকে শিলিগুড়ির মার্কেটে আগুন।Image Credit source: ANI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 13, 2023 | 5:53 AM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশই সার। দেশজুড়ে দীপাবলিতে চলল শব্দ দানবের দাপট। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পোড়ানো হল শব্দবাজি (Firecrackers)। আর সেই বাজি পোড়াতে গিয়েই বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডও (fire Incident) হল। মুম্বই থেকে চেন্নাই, শিলিগুড়ি থেকে আহমেদাবাদ- জায়গায় জায়গায় আগুন লাগল দীপাবলির রাতে।

রবিবার রাত ৮টা নাগাদ আগুন লাগে তামিলনাড়ুর চেন্নাইয়ের মাইলাপুরে একটি সাইবাবা মন্দিরে আগুন লেগে যায়। মন্দিরের চূড়া ও ছাদ থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ২০টি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান, কোনওভাবে মন্দিরের উপরে লাগানো পতাকার উপরে বাজির ফুলকি পড়ায় আগুন লেগেছে।

অন্যদিকে, রাজ্যের শিলিগুড়িতেও আগুন লাগে। মধ্য রাতে শিলিগুড়ির শেঠ শ্রী লাল মার্কেটে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে দুটি জামাকাপড়ের দোকান। মার্কেট কমিটির সেক্রেটারি খোকন ভট্টাচার্য জানান, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

গুজরাটের আহমেদাবাদেও স্বামী নারায়ণ পার্কে আগুন লাগে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পার্কের এককোণে খোলা জায়গায় আবর্জনা ফেলা ছিল। রাত ২টো নাগাদ আচমকা সেখানে আগুন লেগে যায়। আগুন নেভাতে পাঠানো হয় দমকলের ৫টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। গুজরাটের নভসারিতে একটি স্ক্র্যাপ গোডাউনেও বিধ্বংসী আগুন লাগে।

রাত ১২টা নাগাদ আগুন লাগে মুম্বইয়ের কুরলায়। নেহরু নগরের অভ্যুদয় ব্যাঙ্ক বিল্ডিংয়ে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনাতেও হতাহতের কোনও খবর মেলেনি।