PM Modi: ‘ভারত ও আমেরিকা এক অর এক এগারো’, মার্কিন সফরে ‘মাগা’ ও ‘মিগা’-র অর্থও বোঝালেন মোদী
PM Modi: এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিয়োতে মোদী বলেন, "ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে ট্রাম্পের প্রথম দফার বড় অবদান রয়েছে।" ট্রাম্পের দ্বিতীয় দফাতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদী মোদী।

ওয়াশিংটন: তাঁরা দুই দেশের রাষ্ট্রপ্রধান। শুধু রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কথাও সর্বজনবিদিত। পরস্পরকে ‘বন্ধু’ বলে পরিচয় দেন। আমেরিকা সফরে গিয়ে সেই ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠকে নানা ইস্যুতে আলোচনা হয়। আমেরিকা সফরকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বললেন মোদী।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যাঁরা প্রথম তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মোদী। গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে। তবে তিনি যেতে পারেননি। ভারতের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আর ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর দুই দেশের রাষ্ট্রপ্রধানের প্রথমবার দেখা হল। হোয়াইট হাউসে চার ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হল। সেই বৈঠকের পর ভারতের উদ্দেশে রওনা দেন মোদী। আমেরিকা সফরকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে এক্স হ্যান্ডলে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। আমেরিকা সফরে বিদ্যুৎ থেকে শিক্ষা, বাণিজ্য থেকে প্রযুক্তি, এআই থেকে মহাকাশ-সহ নানা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মোদী।
এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিয়োতে মোদী বলেন, “ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে ট্রাম্পের প্রথম দফার বড় অবদান রয়েছে।” ট্রাম্পের দ্বিতীয় দফাতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদী মোদী। তিনি বলেন, “ভারত ও আমেরিকা ১ প্লাস ১ মিলে ২ নয়, আমরা এক ওর এক এগারো। আর এই দুই দেশের শক্তি মিলে বিশ্বের কল্যাণে কাজে আসবে।”
Here are highlights from an extremely fruitful USA visit…
From energy to education, trade to technology and AI to space…many issues discussed. pic.twitter.com/kJ5EDROrAb
— Narendra Modi (@narendramodi) February 14, 2025
মোদীর কথায় উঠে আসে ‘মাগা’ ও ‘মিগা’। দুটি শব্দের অর্থও তিনি বুঝিয়ে দেন। বলেন, ” প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, মেক আমেরিকা গ্রেট এগেন। আমেরিকার নাগরিকরা তাঁর মেক আমেরিকা গ্রেট এগেন অর্থাৎ মাগা-র সঙ্গে পরিচিত। আর আমেরিকার ভাষায় বিকশিত ভারতকে বললে হবে মেক ইন্ডিয়া গ্রেট এগেন অর্থাৎ মিগা। আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করলে মাগা ও মিগা মিশে হবে সমৃদ্ধির মেগা পার্টনারশিপ।” অন্যদিকে, মোদীকে গ্রেট লিডার বললেন ট্রাম্প। বন্ধু বলে ফের উল্লেখ করেন।





