AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police Encounter: একের পর এক এনকাউন্টার! ‘সাফাই অভিযানে’ নেমে ২৪ ঘণ্টায় নজির গড়ল যোগীর-পুলিশ

Police Encounter: পুলিশের হাতে খতম হওয়া ওই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের নাম নবীন। বেশ কয়েক বছর ধরেই এই অপরাধীর খোঁজে নেমেছিল পুলিশ। অবশেষে বুধবার তাকে এনকাউন্টারে শেষ করে তারা।

Police Encounter: একের পর এক এনকাউন্টার! 'সাফাই অভিযানে' নেমে ২৪ ঘণ্টায় নজির গড়ল যোগীর-পুলিশ
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: May 29, 2025 | 6:33 PM
Share

লখনউ: দিনভর চলল অভিযান। যোগীরাজ্যে অপরাধের বিরুদ্ধে বড় পদক্ষেপ উত্তরপ্রদেশ পুলিশের। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪টি এনকাউন্টার করেছে সে রাজ্যের পুলিশ। এই ১৪ জনের মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকেও খতম করেছে তারা। বাকিদেরকে গ্রেফতার করেছে পায়ে গুলি করে।

বলে রাখা ভাল, এই পায়ে গুলি করার নামেই নিজেদের অপরাধ-দমন অভিযানের নামকরণ করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ‘অপারেশন ল্য়াঙরা’ নামে ৪৮ ঘণ্টা ধরে উত্তরপ্রদেশের ঝাঁসি, বুলান্দশার, বালিয়া, উন্নাও, ফিরোজাবাদ, আগ্রা, আমরোহা, গাজিয়াবাদ ও লখনউয়ে চলে পুলিশের অভিযান। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় মেলে সবচেয়ে বেশি সাফল্য।

পুলিশের হাতে খতম হওয়া ওই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যের নাম নবীন। বেশ কয়েক বছর ধরেই এই অপরাধীর খোঁজে নেমেছিল পুলিশ। অবশেষে বুধবার তাকে এনকাউন্টারে শেষ করে তারা। এই এনকাউন্টারে উত্তরপ্রদেশ পুলিশকে সহায়তা করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণোই গ্য়াংয়ে শার্প শুটার হিসাবে কাজ করত নবীন। তার বিরুদ্ধে দিল্লি ও উত্তরপ্রদেশে দায়ের হয়েছে একাধিক হত্যার অভিযোগ।

তবে পুলিশের এই অভিযান কিন্তু এখনও শেষ হয়নি। জানা গিয়েছে, বৃহস্পতিবার লখনউয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত কমল কিশোরের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামে পুলিশ। ঘিরে ফেলে তার ডেরা। তখনই পুলিশকে লক্ষ্য় করে গুলি চালায় সেই অভিযুক্ত। তারপর ফের একবার চেষ্টা করে এলাকা ছাড়ার। কিন্তু যোগীরাজ্যের জিরো টলারেন্স নীতির কাছে টিকতে পারে না সে। সীতাপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।