
তিরুবনন্তপুরম: আজ দেশজুড়ে বনধ। রাস্তাঘাটে বনধের প্রভাব বেশ ভালই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশায় বনধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। সার্বিক বনধের ছবি দেখা যাচ্ছে বাম শাসিত কেরলে। সেখানে বন্ধ দোকানপাট। রাস্তা বন্ধ করে বনধ সমর্থনে চলছে বিক্ষোভ-মিছিল। এর মধ্য়েই এক অন্য ছবি দেখা গেল।
বনধ, কিন্তু পরিষেবা তো বন্ধ থাকতে পারে না। সরকারি বাস নিয়ে বেরতেই হয়েছে চালককে। তবে প্রাণের মায়াও আছে। তাই মাথায় হেলমেট পরেই বাস চালাচ্ছেন চালক। এই দৃশ্য দেখা গেল কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসে। একই দৃশ্য দেখা গিয়েছে শিলিগুড়িতেও। ভারত বনধের প্রভাব থেকে বাঁচতেই এই প্রচেষ্টা।
#WATCH | West Bengal | Drivers of state-run buses in Siliguri wear helmets as a measure of precaution, as 10 central trade unions have called for ‘Bharat Bandh’ against the central government’s policies pic.twitter.com/pTqOnRPRSg
— ANI (@ANI) July 9, 2025
শিবু থমাস নামক ওই চালক পাথানামথিত্তা থেকে কোলাম রুটের বাস চালান। প্রতিদিনের মতো আজও তাঁকে বাস নিয়ে বেরতে হয়েছে। তবে রাস্তায় বেরতেই ধর্মঘটের আঁচ বেশ ভালই বুঝতে পাচ্ছেন। ধর্মঘটীরা যদি বাস আটকায় বা ভাঙচুর করে, তাই প্রাণভয়ে হেলমেট পরে বাস চালাচ্ছেন। যাতে কেউ হামলা করে আহত না হন।
A state transport driver in Kerala wearing a helment and drivung the bus to escape from communist goons on “nation wide strike” today 😳😳
chechis gods own country
@minicnair pic.twitter.com/MzOELpoMvw
— Sreekumar 🇮🇳 (@Sreekum95271816) July 9, 2025
কেরল পরিবহন মন্ত্রী কেবি গণেশ কুমার জানিয়েছেন, আজ বাস পরিষেবা স্বাভাবিক থাকবে। সমস্ত রুটেই বাস চলবে কারণ ইউনিয়নের তরফে কোনও অফিসিয়াল নোটিস দেওয়া হয়নি স্ট্রাইক নিয়ে। যদিও ট্রেড ইউনিয়নের দাবি, মন্ত্রী মিথ্যা বলছেন। কেএসআরটিসি কর্মীরাও বনধে অংশ নেবেন।
এদিকে, কেরল সরকারের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে, সরকারি কর্মীরা বনধের জন্য় ছুটি নিতে পারবেন না। যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে তাদের বেতন কেটে নেওয়া হবে।