
পটনা: বইয়ের পাতায় মন টেকে না। পরীক্ষার বিরাট সিলেবাস, কোনটা ছেড়ে কোন বিষয় পড়বে, বুঝতে পারে না পড়ুয়ারা। আর স্মার্টফোনের যুগে মনে যেকোনও প্রশ্ন জাগলেই তা গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করে নেওয়াই অভ্য়াস হয়ে গিয়েছে এই প্রজন্মের। আর ইউটিউবে পড়াশোনা নিয়ে কথা উঠলেই যে নামটা সবার আগে চলে আসে, তা হল খান স্যর। সরল, সাদামাটা চেহারা, অতি সাধারণ পোশাক। ইউটিউবে ক্লাস করান খান স্যর (Khan Sir)। তাঁর পড়ুয়ার সংখ্যা? হাজার বা লাখ নয়, আড়াই কোটিরও বেশি ফলোয়ার্স খান স্যরের। পড়ুয়া থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া- সকলেই চোখ বুজে ইউটিউবে খান স্যরের ‘গাইডেন্সে’ ভরসা করেন। কিন্তু? তাঁর আসল পরিচয়ই বা কী? কীভাবে সকলের কাছে পরিচিত হয়ে উঠলেন?
খান স্যরের আসল নাম ফইজল খান। বিহারের পটনার বাসিন্দা তিনি। ইউটিউবে শিক্ষকতা করেন তিনি। তাঁর চ্যানেলের নাম খান গ্লোবাল স্টাডিজ চ্যানেল অ্যন্ড কোচিং সেন্টার। বর্তমানে তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ২৫ মিলিয়ন অর্থাৎ আড়াই কোটিরও বেশি।
ইউটিউব সাধারণ জ্ঞান (GK), কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, রাজনীতি নিয়ে পড়ান খান স্যর। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউপিএসসি (UPSC), বিপিএসসি (BPSC), এসএসসি (SSC), রেল (Railway), প্রতিরক্ষা (Defence)-র প্রস্তুতিতেও সাহায্য করেন।
বর্তমানে বিহারের বাসিন্দা হলেও, ফইজল খানের জন্ম উত্তর প্রদেশের দেওরিয়াতে। ১৯৯৩ সালে জন্ম তাঁর। ফইজলের বাবা কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন, মা গৃহবধূ। পরমার পাবলিক স্কুল থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন এলাহাবাদ ইউনিভার্সিটিতে। সেখান থেকে ভূগোলে বিএসসি ও এমএসসি করেন। গ্রামে ছোট কোচিং সেন্টার থেকে জাতীয় স্তরে মাত্র ৫ বছরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন খান স্যর। ২০২৪ সালের হিসাবে খান স্যরের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪১ কোটি টাকা।
উত্তর ভারতীয়দের কথার টান, বলার ভঙ্গি নিয়ে অনেকেই মজা করে থাকেন। তবে খান স্যর কিন্তু জনপ্রিয় তাঁর এই বলার ভঙ্গির জন্যই। অত্য়ন্ত সরল, সাধারণ হিন্দিতে যে কোনও বিষয় ব্যাখ্য়া করেন খান স্যর। মজাচ্ছলেই পড়ানো চলে। কোনও বিষয় বোঝাতে এমন সব উদাহরণ দেন, যা সকলের বোধগম্য হয়। ২০১৯ সালে খান গ্লোবাল স্টাডিজ চ্যানেল অ্যন্ড কোচিং সেন্টার চ্যানেল শুরু করেন তিনি।
যে সকল পড়ুয়ারা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, তাদের জন্যই পড়ান খান স্যর। তাঁর জীবনের লক্ষ্য, সকলের সাধ্য়ের মধ্যে শিক্ষার ব্যবস্থা করা। অর্থাভাবে যাতে কেউ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এত জনপ্রিয়তার পরও এখনও খান স্যরের কোর্স ফি মাত্র ২০০ টাকা।
গত বছর, ২০২৫ সালে যখন বিয়ে করেন খান স্যর, তখনও হাজার হাজার পড়ুয়াকে নিমন্ত্রণ করেছিলেন তিনি। খান স্যরের কাছে তাঁর পড়ুয়ারাই সব। সম্প্রতিই তিনি একটি হাসপাতালও চালু করেছেন, যেখানে সরকারি হাসপাতালের থেকেও কম খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।